১৬ জুন, ২০১৬
মেষ

ব্যবসায় সঞ্চয় ভাবনা আর্থিক উন্নতি আনবে। নিজের ভাল বুদ্ধির ফলে সংসারে শান্তি। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে মনে বিষণ্ণতা আসবে। সহকর্মীর জন্য কর্মক্ষেত্রে সুনাম।


বৃষ

অতিরিক্ত ক্রোধে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। ভুল পদক্ষেপে প্রেমে আঘাত আনতে পারে। সম্পত্তি ক্রয়–বিক্রয় নিয়ে আত্মীয়দের সঙ্গে অশান্তির যোগ। মা–বাবাকে নিয়ে ভ্রমণ ।


মিথুন

অহেতুক চালাকির জন্য কর্মস্থানে গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানদের নিয়ে অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে। মূল্যবাণ কিছু প্রাপ্তির যোগ আছে। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ।


কর্কট

নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন উন্নতির যোগ। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পরতে পারেন। বুদ্ধি বলে জয়।


সিংহ

স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সাথে শত্রুতা হতে পারার সম্ভবনা। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা।


কন্যা

কর্মক্ষেত্রে নতুন ভাল কোনও যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসার যোগ আছে। কোনও গুপ্তরোগে ভোগান্তি হতে পারে। অপ্রিয় সত্যি এড়িয়ে চলুন।


তুলা

নিজের বাকপটুতায় শত্রুনাশ হওয়ার সম্ভবনা। সন্তানের ভাল কাজে স্নেহ বৃদ্ধি। রাস্তায় সাবধানতা অবলম্বন জরুরি রক্তপাতের আশঙ্কা। মাথা যন্ত্রণা বা সাইনাশের সমস্যায় ভোগান্তি।


বৃশ্চিক

বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নবনির্মাণে অর্থ সঞ্চয় ।


ধনু

কঠোর পরিশ্রমে ব্যবসায় সাময়িক উন্নতি । শারীরিক সমস্যায় কাজ কর্মে ব্যাঘাত ঘটবে। নিজের আবেগ সংযত না করতে পারলে ক্ষতি । প্রতিযোগিতামূলক কাজে সাফল্য লাভ।


মকর

ব্যবসায় দারুন অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে । জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।


কুম্ভ

সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে । উচ্চপদস্ত চাকুরীর যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ।


মীন

গুরুজনদের সুউপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্ম ক্ষেত্রে নিজের দোষে অপরিস্থিতির স্বীকার হবেন । পরোপকারে সংসারে শান্তিভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ।