৮ জুলাই, ২০১৬
মেষ
কিছু প্রাপ্তি হতে পারে। কোনও দোষের কারণে বদনাম হতে পারে। পড়াশুনার দিক দিয়ে দিনটি খুব ভাল। পিতার সম্পত্তি নিয়ে বিবাদ। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। খরচ বৃদ্ধির যোগ।
বৃষ
সকালের দিকে অর্থ ক্ষতি হতে পারে। কোনও মহিলার জন্য কষ্ট বাড়তে পারে। খুব সাবধান বদনাম হতে পারে, বাড়ির কোনও কাজে মাথা গরম। ব্যবসার জন্য শুভ সময়।
মিথুন
দূরের বন্ধুর থেকে উপহার প্রাপ্তি। কোনও জিনিস নষ্ট হতে পারে। ব্যবসার দিকে পাওনা আদায় ভাল হবে, স্ত্রীর কারণে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে অশান্তি।
কর্কট
ব্যবসার উপর হিংসা করে শত্রু বৃদ্ধি। বাড়িতে ছোট কারণে অশান্তি বাধতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। চিকিত্সার জন্য খরচ বাড়তে পারে।
সিংহ
অতিরিক্ত লাভের আশায় ক্ষতি ডেকে আনবেন না। সন্তান নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। বিজ্ঞানের কোনও কাজে সাফল্য। ব্যবসায় ঋণ গ্রহণ হতে পারে। রক্ত চাপ বৃদ্ধিতে নজর দিন।
কন্যা
সকাল থেকে ব্যয় বাড়তে থাকবে। শারীরিক অসুস্থতার কারণে মন ভাল লাগবে না। বাড়ির অশান্তির জন্য কর্মে ব্যঘাত। ধর্ম চর্চা ভাল লাগবে। স্ত্রীর সঙ্গে ভ্রমণের সম্ভাবনা।
তুলা
আজ দিন খুব ভাল। গান-বাজনা জন্য আজ খরচ বাড়তে পারে। সন্তানের কোনও ক্ষতির জন্য মন কষ্ট। শিল্পীদের জন্য ভাল খবর। বাড়ির সকলে মিলে ভ্রমণে আনন্দ।
বৃশ্চিক
বিবাহিত জীবনে একটু মান-অভিমান চলবে। কোনও কারণে মনে আতঙ্ক আসতে পারে। স্বাস্থ্য উন্নতির জন্য চেষ্টা। নেশায় আসক্তি বাড়তে পারে। গাড়ি ধীরে চালান রক্তপাতের সম্ভাবনা।
ধনু
নিন্দা বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। কোনও বিবাহ সংক্রান্ত আলোচনা, ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে।
মকর
আজ আয়ের পথ খুব সহজ হতে পারে। অনেক ক’জন মিলে কোনও কাজের উদ্ধার। অর্থিক দিক দিয়ে ও সঞ্চয়ের দিক দিয়ে দিনটি ভাল। বাড়িতে অতিথি আগমন। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধি।
কুম্ভ
ব্যবসার দিকে ভাল খবর। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, অতিরিক্ত কাজের জন্য শরীরে ক্লান্তি। বাড়ি তৈরি নিয়ে শত্রুতার মুখোমুখি। বিলাসিতায় খরচ বৃদ্ধি। সন্তানের কারণে বিবাদের সম্ভাবনা।
মীন
ব্যয় বাড়বার জন্য চাপ বাড়তে পারে। কোনও কাজের চাপ বাড়তে পারে। ছোট কারণে বদনাম হতে পারে, গুরুজনের সঙ্গে বিবাদ। অতিথি নিয়ে চিন্তা বাড়তে পারে।