২২ জুলাই, ২০১৬
মেষ
কোন মহিলার প্রতি ক্ষোভ বাড়তে পারে। চাকুরীর স্থানে কোন ছোট কথা নিয়ে বিবাদ। আজ ভাল কাজে নিরাশ হয়ে ফিরতে হতে পারে, ব্যবসার জন্য বহু পরিশ্রম। অতিথি আগমন।
বৃষ
বড় স্বপ্নের পিছনে দৌড়ানো বৃথা হবে। মন আজ খুব চিন্তায় ব্যস্ত থাকবে। শরীরে আজ কষ্টের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে কথা কম বলুন বিবাদ হতে পারে, ব্যবসার আয় বৃদ্ধি।
মিথুন
কোন প্রতিযোগিতায় জয় লাভ হতে পারে, কর্মস্থানে প্রাধান্য পাবেন। ব্যবসার জন্য শুভ কিছু ঘটতে চলেছে। অপরের কথায় বাড়িতে অশান্তি। পেটের সমস্যা বৃদ্ধি।
কর্কট
প্রেমে যন্ত্রনার পরিমাণ বাড়তে পারে, পড়াশোনায় ভাল ফল পাবেন, বাড়িতে শুভ কাজের জন্য আলোচনা। বন্ধুদের সঙ্গে বেশি তর্ক করবেন না, গুরু ভক্তি বাড়তে পারে।
সিংহ
রাজনীতির সঙ্গে জড়িত লোকেদের ক্ষোভ বাড়তে পারে। কর্মে কোন উচ্চব্যক্তির কাছে অপমান। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সাংসারিক সমস্যা বাড়তে পারে। আগুন থেকে সাবধান।
কন্যা
ভ্রমণের ভাল যোগাযোগ আজ হতে পারে। আয় ব্যয়ের সমতা থাকবে না। প্রেমের জন্য কোন প্রকার হতাশা আসতে পারে। কোন আত্মীয়ের সাথে বিবাদ। ব্যবসার ফল ভাল।
তুলা
কোন মহিলার কারণে ব্যয় বাড়তে পারে, নতুন কোন বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে ভাল কাজেও বদনাম হতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহণ। সমাজে সুনাম বাড়তে পারে।
বৃশ্চিক
প্রিয়জনের কোন ক্ষতির খবর আসতে পারে। অর্থলাভ হতে পারে। প্রতিবেশীর সাথে বিবাদ হতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে। অপরের কোন কাজে নিজের বদনাম।
ধনু
কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বিবাহ জীবনে কোন সুখের খবর আসতে পারে। ব্যবসায় সাফল্য লাভ, মামলা-মোকদ্দমার জন্য ভাল সময়। ফাটকা ব্যবসায় লাভ হতে পারে।
মকর
ব্যবসার দিকে মন্দা আসতে পারে। সংসারে অশান্তি চলতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য মানসিক চাপ বাড়তে পারে। পুজা পাঠে মনের শান্তি। নতুন বন্ধুত্ব হতে পারে।
কুম্ভ
বন্ধুর সাথে তর্ক-বিবাদে হতে পারে। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। শরীরে যন্ত্রনা বৃদ্ধি। আত্মীয়ের কথায় বাড়িতে বিবাদ। সম্পত্তি নিয়ে বিবাদ মিটতে পারে।
মীন
শত্রুর জন্যে মনে ভয় বাড়তে পারে। কর্মে বদলির সম্ভাবনা। ব্যবসার জন্য শুভ সময় অপেক্ষা করছে। কর্মচারী নিয়ে কোন অশান্তি, শিল্পীদের জন্য ভাল খবর হতে পারে।