২৩ জুলাই, ২০১৬


মেষ

নতুন কোনও ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা এবং তাতে লাভের আশা। চাকরিজীবীদের কর্মস্থলে সম্মান বৃদ্ধি। আঘাত প্রাপ্তির যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।


বৃষ

জীবনে নতুন সুযোগ আসতে পারে। হাতছাড়া না করাই ভাল। চিকিৎসকদের জন্য শুভ যোগ। ভ্রমণের পরিকল্পনা পাল্টে যেতে পারে। অর্শরোগে ভোগান্তি।
মিথুন

ব্যবসায় জটিলতার আশঙ্কা। আত্মীয়দের সঙ্গে বুঝে কথা বলুন, বিরোধ বাধতে পারে। উঁচু জায়গা থেকে আঘাত লাগার সম্ভাবনা। দাম্পত্য জীবনে অশান্তি মিটে যাবে।


কর্কট

সন্তানদের পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তা। নজরের প্রয়োজন। অজান্তেই শত্রু বৃদ্ধি হতে পারে। সংসারে ব্যয় অনেক বাড়তে পারে ফলে অশান্তি। ভাইবোনদের সঙ্গে মনোমালিন্য।


সিংহ

চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মস্থলে অশান্তির যোগ। রাস্তায় চলাফেরায় বিশেষ সাবধানতা প্রয়োজন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতবিরোধ। মা–বাবার অসুস্থতা নিয়ে চিন্তা।


কন্যা

ধার্মিক কাজের জন্য উদ্যোগ নিতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী ব্যবসায় লাভ দেখতে পাবেন না। জলপথে যাত্রা না করাই শ্রেয়।
তুলা

বিশেষ কোনও সুযোগে জীবনের ধারা বদলাতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের আশা। বদলির জন্য বিদেশ ভ্রমণ যোগ। ছেলেমেয়েদের নিয়ে মুখ উজ্জ্বল।
বৃশ্চিক

কারওর কাছ থেকে উপহার পেতে পারেন। মহিলা সংক্রান্ত বিষয় ছলনার স্বীকার হতে পারেন। বাড়িতে আত্মীয়ের সমাগম। কর্মের জন্য প্রবাসী হওয়ার যোগ আছে।
ধনু

আজ সারা দিন শরীর নিয়ে সমস্যা থাকবে। বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি খুব শুভ। নিজের ভুল কাজের জন্য অনুতপ্ত হতে হবে। ক্রয়–বিক্রয় না করাই ভাল।
মকর

বন্ধুর কাছ থেকে সহায়তা পেতে পারেন। খুব কাছের আত্মীয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার যোগ দেখা যাচ্ছে। দন্তপীড়ায় কষ্ট পেতে পারেন। অমনোযোগ হওয়ার ফলে পড়াশোনায় ক্ষতি।
কুম্ভ

কোন ধূর্ত ব্যক্তির প্রলোভনে ক্ষতির আশঙ্কা। ভুল কাজে সন্মানহানির সম্ভাবনা। সন্তানের বায়না পূরণ না করায় মনোমালিন্য। মাঙ্গলিক কাজে মনে শান্তির উদয়।
মীন

অনেক দিনের পুরনো সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীদের কর্মে উন্নতির যোগ। ব্যয়কে কেন্দ্র করে সংসারে অশান্তির সৃষ্টি। সাধু ব্যক্তিদের সঙ্গে সময় কাটান।