৫ অগস্ট, ২০১৬
মেষ
নিজের প্রতিভাকে বিকশিত করাই ভাল। মায়ের শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিন। আগে থেকে বাড়িয়ে কিছু না বলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য শুভ যোগ।
বৃষ
আজ সকলের কাছ থেকে প্রচুর স্নেহ ভালবাসা পাবেন। পরিবারে সকলের সঙ্গে বণিবনা নাও হতে পারে। অর্থ যোগে কিছু বাধা আসার সম্ভাবনা। মানসিক সংশয় দূর হওয়ার দিন।
মিথুন
বয়সে ছোটদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। অস্থিরতা থাকলেও প্রয়োজনীয় কাজ হয়ে যাবে। বিদ্যুৎ থেকে দূরে থাকুন। হজমের গণ্ডগোল হতে পারে।
কর্কট
চাকুরিজীবীদের সামনে পদন্নোতির উজ্জ্বল দিন দেখা যাচ্ছে। সন্তান কোনও কারণে গৌরবের কারণ হবে। রাগের উপর সংযম রাখুন। মূত্রাশয় ঘটিত রোগের প্রকোপ বাড়তে পারে।
সিংহ
জনহিতকর কাজের সাফল্যে সন্মান বৃদ্ধি। কাউকে উপকার করবেন না এবং কারোর থেকে উপকার নেবেন না। মাতৃকূলের সম্পত্তি পেতে পারেন। ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা
ব্যবসায় অতি শ্রমের পর উন্নতি। মন অতিরিক্ত চঞ্চল হওয়ায় কাজে ব্যাঘাত। কোনও মহিলার প্রতি মোহগ্রস্থ হতে পারেন। পারিবারিক দায়িত্ব পালন না করায় অশান্তি। সংক্রমণের কারণে দুর্ভোগ।
তুলা
জমি ক্রয়-বিক্রয় ব্যবসায় প্রচুর লাভের ইঙ্গিত। সন্ধ্যার পর পারিবারিক সম্পর্কে উন্নতি। বিশেষ কোনও ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়ে হতে পারে। প্রিয়জনের অসুখ নিয়ে চিন্তা।
বৃশ্চিক
উচ্চ বিদ্যার জন্য বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজের ফলে মনে শান্তির উদয়। বাড়িতে কুটুমের আগমন হতে পারে। হস্তশিল্প বা সৃষ্টিশীল কাজে অগ্রগতি।
ধনু
অসৎ বা দুষ্টুলোকের পাল্লায় পড়লে নিজের ক্ষতি হতে পারে। নতুন কোনও কাজের সুযোগ হাত ছাড়া না করাই ভাল। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। রক্তপাতের আশঙ্কা।
মকর
কর্ম ক্ষেত্রে খুব বিচক্ষণের পর কোনও সিদ্ধান্ত নেবেন। বুদ্ধি ঠিক মতো কাজ না করায় সমাজে সন্মানহানি। সন্তানের শরীরের দিকে নজর দিন। শেয়ার কেনাবেচায় ক্ষতি।
কুম্ভ
প্রচণ্ড ভাবুক হওয়ার ফলে কর্ম ক্ষেত্রে ক্লেশ বৃদ্ধি। হারিয়ে যাওয়া কোনও জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা। সাধু-সন্ন্যাসীদের সঙ্গে থেকে মনে শান্তি। বাড়িতে নতুন কেউ আসবে।
মীন
ভাই বা বোন কারোর কর্ম নিয়ে নিশ্চিন্ত হতে পারেন। বিপদ আসলে নিজের বুদ্ধির জোরে কাটিয়ে উঠতে পারবেন। সন্তানের সাহায্যে ব্যবসায় উন্নতি। দানশীল কাজে মনে শান্তি।