১২ অগস্ট, ২০১৬
মেষ

সারাদিন মনে একটা আনন্দ থাকবে। কাজের দিকে একটা উন্নতি লক্ষ করতে পারবেন। বন্ধুর জন্য মনে চাপ। ব্যবসার জন্য নতুন কোন ব্যবস্থা নিতে হবে। শরীরের দিকে একটু নজর দিন।
বৃষ

আপনার ভাল ব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি। অভিনেতাদের ভাল সময়। প্রেমের ব্যাপারে শুভ খবর আসতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি।
মিথুন

নিজের ক্ষমতার প্রকাশ আজ করতে পারবেন। বিবাহ জীবনে সুখের খবর আসছে। নতুন প্রেমের আনন্দ বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে।
কর্কট

কোন মহিলার প্রতি দুর্বলতার জন্য বিপদ। বাড়িতে কোন বাজে খবর আসতে পারে। চাকুরীর স্থানে সুনাম বাড়তে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ। পড়াশুনার শুভ সময়।
কন্যা

আজ লাভের মাত্রা বাড়তে পারে। ব্যবসার জন্য ভাল সময়। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। দিনের মধ্য ভাগে সমস্যা বৃদ্ধি। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ। প্রিয়জনের সঙ্গে মিলন।
তুলা

নতুন কোন কর্ম আরম্ভ হতে পারে। স্বামী স্ত্রীয়ের সুখের সময়। বাতের ব্যাথায় চলাফেরাতে অসুবিধা। কাজের জন্য শ্রম বৃদ্ধি। চাকুরীর স্থানে সুনাম অর্জন। বাড়ির কোন বস্তুর ক্ষতি।
বৃশ্চিক

সময়ের অপেক্ষা করুন, শুভ ফল পাবেন। বাড়িতে লোকের উৎপাত বৃদ্ধি। সাবধানে চলাফেরা করুন। বুদ্ধির জোরে কর্ম ব্যবস্থা। বাবা–মায়ের সঙ্গে কোন বিষয় আলোচনা সুফল মিলতে পারে।
ধনু

মন মালিন্যে কোন ক্ষতি হতে পারে। প্রেমের ব্যাপারে শুভ সংকেত। সময়ে নজর না দেবার জন্য ভাল কাজ হাতছাড়া। ভুল পথে আয় না করাই ভাল হবে। বিবাহের জন্য চিন্তা।
মকর

লেখকদের জন্য ভাল সময়। বাড়িতে আনন্দ উপভোগ। গবেষণাতে সাফল্য মিলতে পারে। অধিক উদারতার জন্য কর্মে ব্যঘাত। শত্রু-বৃদ্ধি। বিবাহের আলোচনাতে দূরে ভ্রমণ।
কুম্ভ

মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি। সন্তানের জন্য কোন শুভ সংবাদ আসতে পারে। প্রেমের আঘাত পেতে পারেন। শরীরের সমস্যার জন্য মানসিক চাপ। স্ত্রীয়ের জন্য মানসিক সুখ বৃদ্ধি।
মীন

সহকর্মীর সঙ্গে বিবাদে কর্মের ক্ষতি। অতিরিক্ত রাগের ফলে মুখ মিষ্টতা হারিয়ে ফেলবেন। প্রযুক্তিবিদদের জন্য শুভ সময়। কোমর বা হাঁটু নিয়ে ভোগান্তি হতে পারে।