৩ সেপ্টেম্বর, ২০১৬
মেষ

সকাল থেকে আজ শরীরে একটা অলস ভাব থাকার জন্য কাজে মন লাগবে না। প্রতিযোগিতায় সাফল্যের আশা করা যায়। ব্যবসার দিকে ভাল সুযোগ মিলতে পারে। প্রেমের জন্য চিন্তা।
বৃষ

নিজের অহঙ্কার থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। আজ অপরের ভালবাসা পাবেন। অকারণে প্রচুর ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে। বিবাহ জীবনে বিবাদ।
মিথুন

চোখের রোগ বাড়তে পারে। আত্মীয়ের কোন অশুভ খবর আসতে পারে। সমাজের কোন কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাড়ির কাজে সময় নষ্ট হতে পারে।
কর্কট

রোগ থেকে মুক্তি লাভ পাবেন। শত্রুর থেকে প্রতারিত হতে পারেন। সন্তানের জন্য কোন চিন্তার কারণ আসতে পারে, ছোট সমস্যা নিয়ে বাড়িতে অশান্তি। চাকুরীর জন্য চাপ বাড়তে পারে।
সিংহ

অশুভ কিছু ঘটবার জন্য মনে কষ্ট বাড়তে পারে। অশুভ সংবাদ আসতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে। সম্পত্তি নিয়ে চাপ ও খরচ বৃদ্ধি। মহিলার থেকে সাবধান।
কন্যা

ব্যবসার জন্য অধিক অর্থ আসতে পারে, দেহের কোন অংশে যন্ত্রণা বাড়তে পারে। কিছু উপহার আসবার যোগ। উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। পিতার সঙ্গে কোন আলোচনা।
তুলা

ভাইয়ের সঙ্গে বিরোধ থেকে সাবধান। ব্যবসায় চুরির দিকে নজর দিন। সংসারে ব্যয় বাড়তে পারে। অপ্রিয় সত্য কথা নিয়ে কর্মস্থানে অশান্তি। শরীর নিয়ে চিন্তা।
বৃশ্চিক

প্রেমে চাপ বৃদ্ধি। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। অযথা কোন অশান্তিতে জড়িয়ে পরতে পারেন। কর্মস্থানে কোন মনমালিন্য নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোন আবদার পুরণ।
ধনু

শরীরের গোপন রোগ বাড়তে পারে। প্রেমে আবেগ বাড়তে পারে। পুলিশি বিবাদে জড়িয়ে পরতে পারেন। আমদানি-রপ্তানি ব্যবসায় লাভ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি।
মকর

পুজা পাঠের জন্য মনে আনন্দ। কর্মক্ষেত্রে অধিক চাপ বাড়তে পারে। স্ত্রীয়ের সঙ্গে ভ্রমণের আলোচনা। মাত্রা ছাড়া রাগ বিপদ আনতে পারে। সন্তানের পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি।
কুম্ভ

অর্থ ক্ষতি থেকে সাবধান থাকুন। পরিবারে শান্তি বজায় রাখতে গিয়ে ত্যাগ স্বীকার, ফাটকা ব্যবসা থেকে লাভ বাড়বে। হাড়ের সমস্যার জন্য চলা ফেরাতে সমস্যা। শত্রুর কারণে ক্ষতি হতে পারে।
মীন

বিদ্যার জন্য স্থানের পরিবর্তন। খেলাধুলাতে সাফল্য লাভ। বাড়তে অতিথি আগমনে আনন্দ। ব্যবসার ফল মধ্যম। বাড়ির লোকের সাথে বুঝে চলুন।সন্ধ্যার পর শরীরে চাপ বৃদ্ধি।