১৮ অক্টোবর, ২০১৬

মেষ

আজ ব্যবসার দিকে খুব ভাল খবর পাবেন। তবে মনে কোন আনন্দ থাকবে না। সংসারের দিকে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পড়াশোনার জন্য ভাল সময়। শরীরে কোন চাপ বৃদ্ধি।

বৃষ

আজ আপনাকে খুব বড় কিছু ত্যাগ করতে হবে, বাড়িতে কাজের চাপ বাড়বে। ব্যবসার মূলধন বাড়তে পারে। বিকেলের পরে ভাল খবর। কোন ভাল সুযোগ আপনার আসতে পারে।

মিথুন

বাড়তি কোন আয় থেকে উন্নতি। আজ মনের মত কোন জিনিষ পেতে পারেন। ধানের ব্যবসায় লাভ বাড়তে পারে। সন্তানের ব্যবহারে কোন খারাপ দিকে দেখতে পাবেন। রক্ত চাপ বৃদ্ধি।

কর্কট

প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রনা। দূরে কোন ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় আশা ভঙ্গ হতে পারে। পিতার সঙ্গে কোন বিবাদ। নতুন কোন চেষ্টা শুরু করতে পারেন।

সিংহ

প্রতিযোগিতায় জয় লাভ। কটু কথা বলায় মনে অনুতাপ। রক্তচাপ জনিত রোগ বাড়তে পারে। চাকুরীর স্থানে কোন সুনাম বৃদ্ধি। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ।

কন্যা

বিবাহ জীবনে শান্তি লাভ। ব্যবসার জন্য দূরে ভ্রমণ । বাড়িতে কোন আত্মীয় নিয়ে বিবাদ। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পুড়নো প্রেম তুচ্ছ কারণে ভেঙে যেতে পারে, পেটের কোন সমস্যা বৃদ্ধি।

তুলা

ব্যবসার জন্য অধিক ব্যয় বাড়তে পারে। বন্ধু নিয়ে মত বিরোধ। বাড়িতে ব্যবহারের জিনিষের জন্য খরচ। সম্পত্তি নিয়ে মামলার কোন খবর আসতে পারে। সামাজিক কোন কাজের জন্য সুনাম।

বৃশ্চিক

শরীরে কোন কষ্ট আজ কাজের ক্ষতি করতে পারে। ব্যবসার জন্য ভাল সুযোগ। আর্থিক চাপ কমতে পারে। চাকুরীর স্থানে কোন বিবাদ মিটে যেতে পারে। মহিলার ব্যাপারে খুব সাবধান।

ধনু

কর্তব্য নিয়ে মা বাবার সঙ্গে মতবিরোধ। শরীরের কষ্ট বাড়তে পারে। ব্যবসার স্থানে চুরি থেকে সাবধান। মধুর ব্যবহারের জন্য বিপদ থেকে উদ্ধার। হাতে পায়ে যন্ত্রণা বৃদ্ধি।

মকর

সংসারে শান্তির আসতে পারে। সম্পত্তি নষ্ট হতে পারে। বাতের যন্ত্রণাতে কষ্ট। গুরুজনের সহযোগিতায় ব্যবসায় উন্নতি। বাড়তি আয় হতে পারে।

কুম্ভ

আজ শুভ কাজ থাকলে করে ফেলুন। ব্যবসার কোন কাজে অনেক সময় নষ্ট হতে পারে। কোন সমস্যার সমাধান হতে পারে। কোন ভাল লোকের জন্য উপকার পেতে পারেন।

মীন

খেলাধুলায় উপহার আসতে পারে। অচেনা লোকের জন্য খরচ বাড়তে পারে। আইনি কাজে লাভ বাড়তে পারে, কোন মহিলা আপনাকে বিপদে ফেলতে পারে। হাড়ের সমস্যা বৃদ্ধি।