২ ডিসেম্বর, ২০১৬
মেষ
আজ নিজের কারোর কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। কোন প্রতিযোগিতার ফল ভাল হতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। দাম্পত্য জীবন ভাল থাকার সময়।
বৃষ
আজ ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুর সঙ্গে খুব ভাবনা চিন্তা করে মেলামেশা করবেন বিপদে ফেলতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।
মিথুন
কাজের বাধা কর্মচারীর জন্য মিটে যেতে পারে। শিক্ষক -শিক্ষিকাদের জন্য খুব ভাল সময়। লোক চিনতে ভুল হতে পারে। সবাইকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। লটারির যোগ দেখা যাচ্ছে।
কর্কট
আজ অহেতুক নির্যাতিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারের মানুষদের উচ্চ আকাঙ্খা না মেটাতে পারায় অশান্তি। কর্মের দিক থেকে সময়টা খুব ভাল। প্রাথমিক শিক্ষার ফল ভাল।
সিংহ
ব্যবসার দিক থেকে সময়টা মধ্যম কিন্তু চাকরিজীবিদের জন্য ভাল সময়। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে চলেছে। উচ্চ শিক্ষার দিকে বাধা বিঘ্ন থাকবে। একরোখা মনোভাব বিপদ আনবে।
কন্যা
কারোর ছলনার স্বীকার হতে পারেন ফলে সংসারে অশান্তি। ভাল কাজের সুযোগ আসলে সেটা সম্মান সহকারে গ্রহণ করুন। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। সন্তানদের কাছ থেকে শুভ কিছু খবর পেতে পারেন।
তুলা
সরকারি কর্মরতদের দিকে দেখলে সময়টা অনুকূল থাকবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে তবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। শরীরের কোথাও চোট লাগতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা।
বৃশ্চিক
জল জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিপদজনক সময়। প্রচুর দিনের পুরনো প্রেম বিবাহের সফলতা পেতে পারেন। সমাজে সুনাম অর্জনের সুযোগ আসতে পারে। উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রা।
ধনু
বেসরকারি কাজের সঙ্গে যুক্তদের পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। উঁচু স্থান থেকে পড়ে মস্তকে আঘাতের সম্ভাবনা। দাম্পত্য জীবনে কলহ। আজ নিজের বুদ্ধিতে চলুন অন্যদের বুদ্ধিতে শত্রু বৃদ্ধি।
মকর
আজকের দিনটা বাইরে সমস্যা বহুল হলেও সংসারে মানসিক শান্তি বজায় থাকবে। খুব দামি কিছু উপহার পেতে পারেন। বিদ্যার্থীদের বিদ্যায় অমনোযোগ। ভাই বোনদের সঙ্গে বিবাদ।
কুম্ভ
আজ ভোগ বিলাসিতার জন্য অর্থ নাশ হতে পারে। প্রতিযোগিতা মূলক কাজে ক্ষতির আশঙ্কা। নিজের আত্মীয়ের সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে। সন্তানের ভাল কিছু করতে পেরে মানসিক শান্তি।
মীন
হঠাৎ রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। আবেগ প্রবণ হয়ে কোন কিছু না করাই শ্রেয়। রক্ত চাপ জনিত রোগে ভোগান্তি। স্বাধীনচেতা মনোভাব আপনাকে বিপদে ফেলতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব