৯ ডিসেম্বর, ২০১৬
মেষ
আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে । কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে । শত্রুরা ক্ষতি করতে সফল হবে না । সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে।
বৃষ
সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিৎ । ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে । আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ সাতে পারে । বিদ্যার্থীদের সময়টা ভাল নয় ।
মিথুন
স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে । বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন । নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্ম স্থানে উন্নতি । যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন ।
কর্কট
হঠাৎ করে কোনও সমাজ বিরোধী কাজে ফেঁসে যেতে পারেন । বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা । উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে । সহকর্মীর জন্য কর্ম স্থলে শান্তি ভঙ্গ ।
সিংহ
ব্যাভিচারি মানসিকতার জন্য সংসারে ক্লেশ সৃষ্টি হতে পারে । কাউকে সাহায্য করা আজকে অনর্থক বলে মনে হবে । আত্মীয়দের ব্যবহার আপনার প্রতি ভাল থাকবে । দাম্পত্ত্য জীবনে দুশ্চিন্তা ।
কন্যা
আজ কোনও সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গে থাকবে । পুরনো বন্ধুরা মিলিত হবার সুযোগ পাবেন । গুরুত্বপূর্ণ কাজ সকালের মধ্যে শেষ করুন । আজ শারীরিক একটু অবনতি দেখা যাবে ।
তুলা
আজ প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে । খুব পরিকল্পনা করে অর্থ ব্যয় করতে হবে । আজ স্বামীস্ত্রীর মধ্যে বনিবনা নাও হতে পারে । পেটের ব্যাথা চুড়ান্ত রূপ নিতে পারে, বিশেষ নজর প্রয়োজন ।
বৃশ্চিক
কারোর সাথে অযাচিত কথা বললে অশান্তি বাঁধতে পারে । সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে । আজ অনেক ব্যাপারে স্বামীর সহায়তা পাবেন । নৃত্য শিল্পীরা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন ।
ধনু
সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাধতে পারে । আজ আপনার কোন উন্নতিতে বন্ধুর অবদান থাকতে পারে । জলপথে ভ্রমনের পরিকল্পনা বাতিল করাই শ্রেয় । সন্তানের জন্য মুখউজ্জ্বল ।
মকর
স্ত্রীর ভাল বুদ্ধির জন্য সংসারে শ্রী-বৃদ্ধি হতে পারে । শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ভ্রমন হওয়ার সম্ভবনা । প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভাল ফল পেতে পারেন । জমানো সঞ্চয় ভান্তে হতে পারে ।
কুম্ভ
সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে বুদ্ধির দ্বারা সেটা কাটিয়ে উঠতে হবে । পুরনো প্রেম বিবাহের সাফল্য পেতে পারে । মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে । কিডনির সমস্যায় ভোগান্তি ।
মীন
আজ ঘরে বাইরে সব দিকে শুভ ফল পাওয়ার আশা করা যাচ্ছে । প্রাথমিক শিক্ষার দিকে সময়টা মধ্যম । হাড়ে চোট লাগার যোগ আছে । মাথা ঠাণ্ডা রাখতে পারলে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব