১০ ডিসেম্বর, ২০১৬
মেষ

ব্যবসা দ্রুত গতিতে চলার যোগ বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনে চরম একটা বিপর্যয় ঘটতে পারে। খুব সাবধান । প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। বর্তমানে সন্তান যোগ ভাল।
বৃষ

পিতার ব্যবসা বৃদ্ধির জন্য সন্তান সাহায্য করবে। অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পরার ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কখনও ক্রোধ প্রকাশ করবেন না। লেখাপড়া করা ছাত্রছাত্রীরা পরীক্ষার সুফল আসবে।
মিথুন

ব্যবসার জন্য ভাইকে আর্থিক সাহায্য করতে হতে পারে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্ত্রীয়ের সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে। সাধু সেবায় শান্তি।
কর্কট

নিজের ভোগ বিলাসিতায় প্রচুর অর্থ খরচ হতে পারে। বাড়িতে কন্যা সন্তান থাকলে, তাঁর উন্নতির যোগ। জীব জন্তুর কাছ থেকে খুব সাবধান। হঠাৎ করে বাড়িতে অতিথি সমাগম।
সিংহ

বুদ্ধি বিবেচনা করে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন কুসঙ্গে ফাঁসতে পারেন। কোন কারণে আত্মীয়ের সঙ্গে বোঝাপড়া করতে হতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসা চালানোই শ্রেয়।
কন্যা

আজ ব্যবসা শুভ। তবে প্রচুর পরিশ্রম করতে হবে। ঋণ খুব দ্রুত পরিশোধ করুন, নাহলে সম্মান হানি হতে পারে। প্রতিবাদী মনোভাব ঝেড়ে ফেলাই ভাল। নতুন চিন্তায় অগ্রগতি নাও হতে পারে।
তুলা

আজ সামাজিক কাজে খুব সফলতা পাবেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রচুর আর্থিক সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য একটু দুর্বল থাকবে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে।
বৃশ্চিক

আজ কোন না কোন দিক থেকে অর্থ সঞ্চয় হতে পারে। সন্তানদের কোন কারণে দুশ্চিন্তা হতে পারে। বিবাহিত জীবন ভাল যাবে। অযথা বেশী খাবার খেয়ে নিজের স্বাস্থ্য হানি হতে পারে।
ধনু

আজ উদার বা দানশীল মনোভাব রাখতে পারেন। সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে। কথা বার্তায় সামঞ্জস্যতা বজায় রাখুন। নিজে খরচ করে বন্ধুকে সাহায্য করলে বদনাম হতে হবে।
মকর

কোন অভিজ্ঞ ব্যাক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। কুটুম্বীতে নিয়ে স্ত্রীর সঙ্গে মনমালিন্য। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। অতিরিক্ত শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পেতে পারেন।
কুম্ভ

আজ সংসারের অযথা ঝামেলায় গৃহত্যাগী হওয়ার ইচ্ছে পারে। নতুন কর্মের আশায় পুরনো কাজকে অবহেলা না করাই ভাল। উচ্চ পদস্থ কোন চাকরির খবর আসতে পারে।
মীন

অংশীদারের ব্যবসায় আকস্মিক লাভ দেখতে পাবেন। শিক্ষায় আগ্রহী হয়ে উঠবেন। সংসারের সকলের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। সন্তানের দুশ্চিন্তা থেকে মুক্তি। জ্যোতিষ শ্রী জয়দেব