১৪ ডিসেম্বর, ২০১৬
মেষ
ব্যবসায় আজ সারা দিন একটু ব্যস্ততার মধ্যে কাটবে। কিন্তু উপার্জন ভালই হবে । সন্তানদের দিকে বিশেষ নজর। পিতা মাতার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, চিকিৎসার বিশেষ প্রয়োজন।
বৃষ
আজ অশুভ অনেক চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করবে মনে জোর রাখতে হবে। চাকুরীজীবীদের জন্য সময়টা খুব ভাল। উচ্চ বিদ্যার ক্ষেত্রে অমনোযোগী হওয়ার সম্ভাবনা। সমাজে সুনাম বৃদ্ধি।
মিথুন
পুরনো কোন ব্যাধির উপশম হতে পারে। অতিরিক্ত ভাবনা আপনার ক্ষতি করবে। মানুষের কল্যাণজনক কাজে সুনাম পাবেন। রাস্তায় সতর্ক না থাকলে দুর্ঘটনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
কর্কট
শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কেনা বেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্ত বয়স্কদের কথা মেনে চললে সংসারে উন্নতি।
সিংহ
আপনি যে করেন সেটা ভাল না চললে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করার শুভ সময় চলছে। অন্যের নির্দেশ পালন করতে গিয়ে বিপদে পরতে পারে। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে।
কন্যা
কোন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পুরনো সমস্যার সমাধান। কুটুম্বীতে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। সন্তানদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি। বয়স্করা শ্বাসযন্ত্রের সমস্যায় কষ্ট পাবেন।
তুলা
আজ আপনার দিন আনন্দের থেকে বেশি নিরানন্দে কাটবে। গরীব দুঃখীকে কিছু দান করুন। সন্তানের লেখা পড়ায় ভালই মন থাকবে। সিদ্ধান্তের ভুলে সংসারে অশান্তি হতে পারে মাথা ঠাণ্ডা রাখুন।
বৃশ্চিক
সংসারে কিছু ভুল ভ্রান্তির জন্য কলহ বাধতে পারে। প্রেমে হঠাৎ বাধার সৃষ্টি হতে পারে। দূরে কোথাও ভ্রমন হতে পারে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ কমবে। পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে অশান্তি।
ধনু
কর্মচারীর ছলনায় ব্যবসা ডুবে যাওয়ার সম্ভবনা। আজ সারা দিন সংসারে শান্তি থাকবে। পুরনো পাওনা আদায় হতে পারে। অতিরিক্ত কৃপণতায় সংসারে সকলের সাথে বিশেষ করে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।
মকর
সংসারে নতুন ব্যক্তি আসায় দায়িত্ব বৃদ্ধি। প্রতিবেশিকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ সারা দিন খুব খাটুনি হওয়ার সংকেত ও বাড়িতে অতিথি সমাগম।
কুম্ভ
বাড়িতে আত্মীয়র সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। নিজের বুদ্ধি বা চালাকিতে পাওনা টাকা উদ্ধার। উচ্চ অভিলাষী কোন মহিলার ফাঁদে পা। সন্তানদের জন্য চিন্তা।
মীন
আজ যেচে কারোর উপকার করতে যাবেন না অপমান জুটবে। ব্যক্তিগত আলোচনা কারোর সঙ্গে করবেন না। বাতের ব্যাথা বাড়তে পারে। ধারাবাহিক জীবনে একটু বাধা আসতে পারে।
জ্যোতিষ শ্রী জয়দেব
আপনার আজকের দিনটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2016 08:13 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -