৫ জানুয়ারি, ২০১৭
মেষ

আজ একটু বিপদের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকুন । সংসারের কারনে অধিক ব্যয় হতে পারে । বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে । বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি।
বৃষ

আজ কোনও কারনে মনে বিষণ্ণতা আসতে পারে । কোনও কাজ বার বার করতে হতে পারে । ব্যবসার দিকে অধিক ব্যয় বাড়তে পারে । বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে ।
মিথুন

আজ আপনার উপর কোনও অন্যায় আচরণ হতে পারে । কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে । পুরানো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন । পড়াশুনার জন্য ভাল সময় ।
কর্কট

আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে । শরীরের কোনও অংশের যন্ত্রনা বৃদ্ধি । কোনও কাজ করে আজ খুব ভাল মানসিক শান্তি পেতে পারেন । পেটের কোনও সমস্যা ।
সিংহ

শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যেতে পারে । প্রেমের দিকে মান বাড়তে পারে । কোনও স্থানে ভ্রমনে কষ্ট বাড়তে পারে । বাড়তি কোনও খরচের জন্য অর্থ চাপ ।
কন্যা

আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন । তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে । গুরুজনের সঙ্গে কোনও কারনে বিবাদ, ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে ।
তুলা

অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার কোনও ভাল কাজ পণ্ড হতে পারে । প্রেমের দিকে খুব ভাল সময় পেতে পারেন । পেটের কোনও সমস্যা বাড়তে পারে । স্ত্রী নিয়ে কোনও চিন্তা ।
বৃশ্চিক

ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন । শরীরে কোনও অংশে ক্ষত বাড়তে পারে । প্রিয় জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে । আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না ।
ধনু

কাজের দিকে কোনও আজ একটু অনিহা আসতে পারে । সংসারে কোনও কাজ নিয়ে বিরক্তি আসতে পারে । ব্যবসার দিকে ভাল কোনও সংবাদ । বাড়তি কোনও কাজের যোগাযোগ ।
মকর

অতীত কোনও সংস্কার আজ পিছু টান বাড়াতে পারে । রাজনীতির লোকেদের একটু বিপদ আসতে পারে । শিল্পীদের জন্য ভাল কোনও খবর আসতে পারে আজ । স্ত্রীর ব্যাপারে কোনও সংশয় ।
কুম্ভ

আজ মন কোনও কারনে উদাসীন হতে পারে । তার জন্য কোনও কাজ ভাল লাগবে না । বাড়িতে সন্তানের জন্য কোনও বিবাদ । ব্যবসার দিকে কোনও লাভের পরিমাণ বাড়তে পারে ।
মীন

কাজের ব্যপারে উদ্বেগ বাড়তে পারে । গুরুজনের কথা না শোনার জন্য বিপদ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে কোনও বিবাদের জন্য বিরহ বাড়তে পারে । ধর্ম ব্যপারে কোনও আলোচনা । জ্যোতিষ শ্রী জয়দেব