৬ জানুয়ারি, ২০১৭
মেষ
আজ সারাদিন কাজের দিকে একটু ব্যস্ত থাকতে হবে । তবে কোনও কারনের জন্য মনে একটা আনন্দ থাকবে । সংসারের দায়িত্ব বাড়তে পারে । সন্তানের জন্য কোনও চিন্তা বৃদ্ধি ।
বৃষ
সকালের দিকে কোনও অশান্তি বাড়তে পারে । ব্যবসায় কিছু শুভ ঘটতে পারে । গবেষণার দিকে ভাল ফল পেতে পারেন । প্রিয় জনের কাছ থেকে আঘাত আসতে পারে ।
মিথুন
কুপ্রভাবের ভিতর আজ পরতে পারেন । প্রেমের ব্যপারে কিছু শুভ উঙ্গিত । বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, পিতার সঙ্গে কোনও বিবাদের কারনে মানসিক চাপ বৃদ্ধি ।
কর্কট
অমঙ্গল কোনও কিছু আজ হতে পারে একটু সাবধান থাকুন । বাড়ির কাছে কোনও ভ্রমনের আলোচনা । সৎ কোনও বন্ধুর কারনে বিপদ থেকে উদ্ধার । পেটের কোনও সমস্যা ।
সিংহ
ব্যবসার দিকে কোনও শুভ পরিবর্তন হতে পারে , কোনও লোকের দ্বারা প্রতারিত হতে পারে । প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদের কারনে মানসিক চাপ । কাজের দিকে কোনও চাপ ।
কন্যা
সম্পত্তির ব্যপারে কোনও চাপ বাড়তে পারে । প্রেমের ব্যপারে কোনও নতুন প্রস্তাব আসতে পারে । পথে কোনও বন্ধুর সঙ্গে পরিচয় বাড়তে পারে । মাথার যন্ত্রনার জন্য কাজের ক্ষতি ।
তুলা
শরীর নিয়ে কোনও চিন্তার কারন হতে পারে । ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে । বাড়তি কোনও খরচ বাড়িতে হতে পারে । পারিবারিক অশান্তি বাড়তে পারে । নতুন কোনও কাজের চেষ্টা ।
বৃশ্চিক
কূটনীতির দ্বারা বিপদ থেকে উদ্ধার । আজ শুভ কিছু ঘটতে পারে । অর্থ ব্যপারে কোনও চাপ । ব্যবসার দিকে কোনও মহিলার সঙ্গে বিবাদ । পিতামাতার জন্য কোনও কাজ ।
ধনু
ধনু – কোনও বাজে চিন্তা আজ মাথায় কাজ করতে পারে । সংসারে বাড়তি কোনও কাজের জন্য খরচ । প্রিয় কোনও ব্যক্তির বিবাহের যোগাযোগ, পড়াশুনার জন্য বাহিরে যেতে হতে পারে ।
মকর
কোনও ভাল কাজে আজ সাফল্য আসতে পারে । ভাল কজের জন্য সুনাম বাড়তে পারে । শরীরের কোনও কারনের কোনও কাজ আজ পণ্ড হতে পারে । পায়ের কোনও রোগ ।
কুম্ভ
গুরুজনের কারনে অর্থ খরচ হতে পারে । ব্যবসার দিকে কোনও বাড়তি লাভ হতে পারে । বাড়তি কোনও কাজের জন্য স্ত্রীর সঙ্গে । ডাক্তারের কোনও খরচ বাড়তে পারে ।
মীন
সময়ের অপেক্ষা করুন ভাল কিছু ঘটতে পারে । বিষণ্ণতা কারনে মানসিক চাপ বাড়তে পারে । ব্যবসার জন্য কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে । পেটের কোনও সমস্যা । জ্যোতিষ শ্রী জয়দেব