৭ জানুয়ারি, ২০১৭
মেষ

সকাল থেকে মনের একটু চাপ ও চঞ্চলতা ভাব থাকতে পারে। ব্যবসার দিকে ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে। বাড়তি কোন খরচ হতে পারে।
বৃষ

আজ যে কোন কারণে একটু অর্থ ব্যয় হতে পারে। কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ।
মিথুন

সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যাথায় কষ্ট পেতে হতে পারে।
কর্কট

ভ্রমণের জন্য অধিক ব্যায় বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য ব্যবসার ক্ষতি। সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইনির কোন কাজে সুফল।
সিংহ

শরীরের দিকে খরচ বাড়তে পারে। অর্থ যোগ আছে। স্নায়ুরোগ বাড়তে পারে। বাড়তি কোন খরচের জন্য ঋণ গ্রহণ।
কন্যা

প্রেমের কারণে চিন্তা বৃদ্ধি। আয় ও ব্যয়ের ভিতর সমতা ঠিক থাকবে না। দুই চাকা জাতীয় কোনও গাড়িতে বিপদ। ব্যবসার দিকে বাড়তি কোন সুযোগ আসতে পারে।
তুলা

তীর্থ ভ্রমণের কোন আলোচনা আজ হতে পারে। তবে কোন দরকারি কাজের দিকে না যাওয়াই আজ ভাল হবে। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে। বাড়তি কোন কথা থেকে বিবাদ।
বৃশ্চিক

মনে আশার সঞ্চয়। ব্যবসায় লাভ হাতছাড়া হতে পারে। বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে। কাজের পাওনা টাকা পেতে দেরি হতে পারে।
ধনু

প্রেম ও প্রণয়ে মান বৃদ্ধি। নীতির দিক দিয়ে কোন কাজ আজ কষ্ট দিতে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে, বাড়িতে কোন কাজের জন্য খরচ বাড়তে পারে।
মকর

বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কাজের জন্য আজ আপনি কোন মূল্য পাবেন না। বন্ধু মহলে কোনও কারণে তর্ক। অর্থের ব্যাপারে কোন চাপ।
কুম্ভ

আইনি কোন কাজের দিকে বাঁধা আসতে পারে। অধিক কথা বলবার জন্য বিবাদ বাঁধতে পারে। কোন কাজের জন্য চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বৃদ্ধি।
মীন

প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে । স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে কোন চাপ বাড়তে পারে। পিতার সঙ্গে কোন বিবাদের কারণে মানসিক কষ্ট। জ্যোতিষ শ্রী জয়দেব