মেষ
আজ সকালের দিকে দাঁতের যন্ত্রনা বাড়তে পারে । পিতার শরীর নিয়ে কোনও চিন্তা বৃদ্ধি । প্রতিবেশীর সঙ্গে বিবাদ । ব্যবসার দিকে কোনও চিন্তার কারন হতে পারে ।



বৃষ

অতিরিক্ত কাজের চাপের জন্য মনে অবসাদ আসতে পারে । ব্যবসার দিকে খুব ভাল লাভ বাড়তে পারে । আইনি কোনও কাজের জন্য চিন্তা বাড়তে পারে । রক্ত চাপ নিয়ে কোনও চিন্তা ।




মিথুন

বাড়িতে কোনও প্রিয় ব্যক্তি আসতে পারে। মাদকদ্রব্যে আসক্তি বাড়তে পারে । প্রেমের ব্যপারে কোনও চিন্তা বাড়তে পারে । ব্যবসার দিকে ভাল বৃদ্ধি । চাকুরী স্থানে কোনও বিবাদ ।




কর্কট

অর্শ জাতীয় কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে । কোনও কাজের জন্য দ্বিধাবোধ বাড়তে পারে । বাড়িতে কোনও লোকের জন্য বিবাদ । পড়াশুনার জন্য চিন্তা বৃদ্ধি ।




সিংহ

উচ্চশিক্ষায় কোনও প্রকার বাধা আসতে পারে । কোনও মহিলার প্রতি আসক্তি বাড়তে পারে । ব্যবসার দিকে লাভের পরিমাণ বৃদ্ধি । পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি ।




কন্যা

আজ চাকুরীর স্থানে সুনাম বাড়তে পারে বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে । কোনও লোকের দ্বারা প্রভাবিত হতে পারেন । স্ত্রীর সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক চাপ ।




তুলা

পারিবারিক কোনও অশান্তির জন্য কাজের ক্ষতি । ভ্রমনের জন্য মনে আনন্দ বাড়তে পারে । প্রেমের জন্য কোনও চাপ বাড়তে পারে । পথে ঘাটে কোনও আঘাত লাগতে পারে ।




বৃশ্চিক

বৃশ্চিক – সারাদিন কোনও খরচ বৃদ্ধি । অতিরিক্ত কথা বলার জন্য বন্ধুমহলে বিবাদ । ব্যবসার দিকে কোনও বিবাদ বাধতে পারে । প্রিয় ব্যক্তির সঙ্গে সারাদিন থাকার জন্য আনন্দ ।




ধনু

রক্তচাপজনিত কারনে ডাক্তারের খরচ বাড়তে পরে । কাজের স্থানে উদ্বেগ বাড়তে পারে । প্রেমের ব্যপারে সিদ্ধান্ত নিতে দেরি । স্ত্রীর সঙ্গে বিবাদের কারনে মাথা গরম ।




মকর

আজ কর্মস্থানে মতবিরোধ । ব্যবসার দিকে মন্দা আসতে পারে । প্রিয়জনের সঙ্গে বিবাদ । বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে । সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ।




কুম্ভ

সামাজিক কারনে সম্মান বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও চাপ বাড়তে পারে । স্ত্রী নিয়ে কোনও চিন্তা বৃদ্ধি । বাড়তি কোনও আয় বাড়িতে আসতে পারে । শত্রুর ব্যপারে চিন্তা ।




মীন

কোনও শরীরের চাপ থেকে মুক্তি লাভ । পড়াশুনার জন্য বিদেশ ভ্রমন হতে পরে । বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ, প্রিয়জনের কোনও ব্যবহারের মন কষ্ট বাড়তে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব