মেষ

আজ সামান্য কারনে বাড়িতে বিবাদ হতে পারে । রাস্তাঘাট একটু ধীরে চলা দরকার । তবে কোনও ভাল যোগাযোগ আসতে পারে । ব্যবসার দিকে কোনও বিনিয়োগ থেকে সাবধান ।

বৃষ

ব্যবসার দিকে একটু বেশী লোকসান হতে পারে । প্রেমের ব্যপারে মন চঞ্চল থাকবে । কোনও অশান্তি আজ মারামারিতে যেতে পারে । বাড়তি কোনও খরচের জন্য স্ত্রী থেকে সাবধান ।

মিথুন

নিজের দাম্ভিকতা একটু ছাড়তে হবে । আজ প্রতিবেশী থেকে একটু সাবধান থাকুন । কোনও পড়ে থাকা কাজ করে ফেলুন । ব্যবসার দিকে কোনও চাপ আসতে পারে ।

কর্কট

শরীরে একটু দুর্বল ভাব আসতে পারে । প্রিয় জনের কাছ থেকে উপহাস জুটতে পারে । ব্যবসার দিকে খুব ভাল লাভ আশা করা যায় । শত্রু থেকে সাবধান থাকুন ।

সিংহ

আজ কোনও ভাল কাজে বাধা পড়তে পারে । ব্যবসার দিকে একটু সাবধান থাকুন । বন্ধু মহলে বেশী কথা অশান্তি আনতে পারে । কাছে কোনও ভ্রমন হতে পারে । অর্থ ব্যয় ।

কন্যা

ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পারে । বিবাহ ব্যপারে কোনও কথা বা আলোচনা বন্ধ হতে পারে । চাকুরীর স্থান পরিবর্তন । পিতার সঙ্গে কোনও বিবাদ থেকে মন কষ্ট ।

তুলা

প্রেমের ব্যপারে কোনও ভাল খবর আসতে পারে । অর্থ ব্যপারে কোনও বিবাদ । তবে বাড়িতে একটু বুঝে কথা বলুন, গঠনমূলক কোনও কাজে উন্নতি । বাড়তি কোনও খরচ বৃদ্ধি ।

বৃশ্চিক

গাড়ি একটু সাবধানে চালান আঘাত লাগতে পারে । উপযুক্ত সম্মান পাবেন না । আজ যেকোনো স্থানে অতিরিক্ত ব্যয় বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ ।

ধনু

ব্যবসার দিকে কোনও শুভ পরিবর্তন । ভ্রমনের দিকে ঠিক মন আনন্দ হবে না । পেটের কোনও সমস্যা বাড়তে পারে । সম্পত্তির ব্যপারে কোনও বিবাদ অনেক দূর যাওয়ার যোগ ।

মকর

দিনটি খুব একটা ভাল হবে না । ব্যবসার দিকে কুটিলতার জন্য বিবাদ । বেশী কথা বলার জন্য অশান্তি হতে পারে । পড়াশুনার জন্য খরচ বাড়তে পারে । শরীর খুব একটা ভাল থাকবে না ।

কুম্ভ

শরীরে একটু খারাপ থাকার জন্য কাজের ক্ষতি, বিবাহ জীবনে কোনও অশান্তি আসতে বন্ধুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে । কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে । পেটের কোনও সমস্যা বৃদ্ধি ।

মীন

ব্যবসার দিকে বাড়তি অর্থ আসতে পারে । কোনও ভাল উপহার পেতে পারেন । আজ ভ্রমনে না যাওয়া ভাল হবে । গুরুজনের সঙ্গে তর্ক। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ।

জ্যোতিষ শ্রী জয়দেব