মেষ
আজ কোন কারণে ক্ষতি হতে পারে। তবে ব্যবসার দিকে ভাল লাভের সম্ভাবনা। প্রেমের জন্য রাগ বাড়তে পারে। সন্তানের জন্য কোন কাজের খবর, ডাক্তার খরচ বৃদ্ধি
বৃষ
আজ বাড়িতে কোন প্রকার চুরি হওয়ার যোগ। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় একটি সতর্ক থাকা দরকার, অযথা কোন বিবাদ বাড়িতে আসতে পারে।
মিথুন
আজ সাবধানে চলাফেরা করা দরকার। ব্যবসার দিকে কোনও বাধা আসতে পারে, কাজের ব্যাপারে কোন যোগাযোগ আসতে পারে। পেটের কোন সমস্যা বাড়তে পারে।
কর্কট
নতুন কোন কাজের চেষ্টা হতে পারে। গবেষণার কোন কাজে খুব ভাল সাফল্য। তবে ব্যবসার দিকে কোন বাধা আসতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি।
সিংহ
চাকরির স্থানে কোন কাজের জন্য সুনাম বাড়তে পারে। আজ কোন প্রিয়জনের কাছ থেকে বাজে ব্যবহার পেতে পারেন। ভাল বন্ধু থেকে সাহায্য পাতে পারেন।
কন্যা
লোকের থেকে প্রতারিত হতে পারেন। প্রেম ও প্রণয়ে আসক্তি বাড়তে পারে। আজ ব্যবসার দিকে বাড়তি বিনিয়োগ ক্ষতি হতে পারে। পিতার সঙ্গে বিবাদের থেকে সাবধান।
তুলা
বিবাহ জীবনে সমস্যা বাড়তে পারে। গান-বাজনা নিয়ে যাঁরা থাকেন তাঁদের জন্য ভাল সময়। ব্যবসার দিকে কোন অশান্তি বাধতে পারে। ডাক্তারের জন্য খরচ বৃদ্ধি।
বৃশ্চিক
কোন দুষ্ট লোকের থেকে সাবধান। কর্মস্থানে উন্নতির লাভ। ভাল বন্ধু হতে পারে। আইনি কোন কাজের দিকে সাফল্য আসতে পারে। অপর কোন ব্যক্তিকে সাহায্য।
ধনু
আজ কোন প্রকার সম্মান নষ্টের সম্ভাবনা। নিজের মনের জোরে শত্রুকে পরাজয়। আজ পথে ঘাটে কোন সমস্যা বাড়তে পারে। ব্যবসার দিকে অর্থ এবং খরচ দুটোই বৃদ্ধি হতে তে পারে।
মকর
কোন কারণে মনে ভয় বাড়তে পারে। গৃহ সংস্কার করবার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি কোন লাভ আসতে পারে। বিবাহের ব্যাপারে সাহায্য লাভ।
কুম্ভ
পেটের যন্ত্রণা বাড়তে পারে। কাজের দিকে আজ একটু সমস্যা বৃদ্ধি। ব্যবসার দিকে লাভ ও সঞ্চয় বাড়তে পারে। রাস্তায় কোন লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে।
মীন
স্ত্রীয়ের সঙ্গে কোন ব্যবসায় যুক্ত থাকলে তাতে লাভ বাড়তে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ বৃদ্ধি। অধিক কাজের জন্য শরীরে ক্লান্তি বাড়তে পারে। দাঁতের কোন সমস্যা বৃদ্ধি। জ্যোতিষ শ্রী জয়দেব