মেষ
আজ আপনি নতুন কোন সংগঠন মূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আজ কাজ কম থাকবে, তা বিচক্ষণ করেই করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারোর প্ররোচনায় পা দেবেন না।
বৃষ
আজ আপনার উদ্দেশ্যের সিদ্ধিলাভ হতে পারে। সকালের দিকে ভাল ভাবে চললেও বিকেলটা ভাল যাবে না। সন্তানদের দিকে বিশেষ নজরের প্রয়োজন। ছোট খাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
মিথুন
কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক সমস্যা হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। মাত্রা ছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।
কর্কট
অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোন চুক্তিতে আপনি জিততে পারেন। ছোট-খাটো শারীরিক ভোগান্তি।
সিংহ
ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ।
কন্যা
অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত। বাড়তি কোন খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসার দিকে মন্দা।
তুলা
বাড়িতে কোন বাজে খবর আসতে পারে। দাম্পত্য কলহ বাধতে পারে আজ। আইনি কোন কাজ থেকে সাবধান থাকুন। ব্যবসার কোন কাজের জন্য দূরে যেতে হতে পারে।
বৃশ্চিক
নিজের আত্মীয়ের সঙ্গে শত্রুতা হতে পারে। কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসার দিকে কোন বিষয় নিয়ে ঝামেলা। পেটের কোন রোগ।
ধনু
প্রিয়জনের কাছ থেকে কোন আঘাত। বাড়িতে কিছু আনন্দের ঘটতে পারে। ব্যবসার জন্য লাভ বৃদ্ধি। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়।
মকর
আজ সারাদিন খুব সামলে চলুন। মামলা মোকদ্দমায় জড়িয়ে পরতে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের দিনটি ভাল।আত্মীয়ের বিশ্বাসঘাতকতা। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন।
কুম্ভ
গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোন ঝামেলাতে জড়িয়ে পরতে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যপারে অবসাদ আসতে পারে সতর্ক থাকুন।
মীন
আজ মনে একটু বিষণ্ণতা ভাব বাড়তে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। চাকুরীর স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা। জ্যোতিষ শ্রী জয়দেব