৫ এপ্রিল, ২০১৭
মেষ

অতিরিক্ত কাজের জন্য শরীরে ক্লান্তি বাড়তে পারে। ভোগবিলাসের জন্য আজ খরচ বাড়তে পারে। অযথা কোনও সংঘাতে জড়িয়ে পড়বেন। পড়াশুনার জন্য কোনও ভাল সুযোগ আসতে পারেন।
বৃষ

আজ কোনও বিবাদে সাহসের পরিচয় দিতে পারবেন। ব্যবসার দিকে কোনও অশান্তি মিটে যেতে পারে। আত্মীয়ের সঙ্গে অশান্তির জন্য মন খারাপ বিদেশে গবেষণার সুযোগ মিলতে পারে।
মিথুন

সকাল দিকে কোনও বিবাদের জন্য কাজের ক্ষতি। মনের দিকে উদাসীন ভাব আসতে পারে। কাজে সাফল্য আসতে পারে ভাল। পথে কোনও প্রকার আঘাত লাগতে পারে
কর্কট

খেলাধুলার দিকে জয় লাভ। ব্যবসার দিকে কোনও বিপদ থেকে সাবধান। সম্পদ কেনাবেচার খুব ভাল দিন। কোনও মহিলার থেকে সাবধান থাকা দরকার,অর্থ চাপ আসতে পারে।
সিংহ

আধিক ব্যয়ের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। বাজে কাজের জন্য উচ্চব্যক্তির কাছে অপমান। প্রেমপ্রণয়ে বাধা আসতে পারে। প্রতিবেশীর সাথে সম্পতি ব্যপারে বিবাদ।
কন্যা

ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। আজ সকাল থেকে মনের দিকে ভাল লাগবে না। কাজের জন্য দূরে যেতে হতে পারে। গঠন মূলক কোনও কাজের জন্য চিন্তা ও উন্নতি আসতে পারে।
তুলা

ব্যবসার দিকে আজ একটু আয় বাড়তে পারে। সঞ্চয় ব্যপারে কোনও ভাল লোকের সঙ্গে আলোচনা। কোনও কাজের জন্য সম্মানহানির যোগ আসতে পারে। বাতজ ব্যথার জন্য কষ্ট বাড়তে পারে।
বৃশ্চিক

আজ বেলার দিকে কোনও ভাল খবর আসতে পারে। পুজা পাঠের জন্য আজ খরচ বাড়তে পারে। বাজে অর্থ নষ্ট হতে পারে। বাঁকা পথে আয় না করা ভাল হবে। রক্ত চাপ বাড়তে পারে।
ধনু

সন্তানের জন্য অধিক ব্যয় বাড়তে পারে। প্রিয় ব্যক্তিকে কছু বলার জন্য মনের দিকে অনুতাপ বাড়তে পারে। দূরে কোনও ভ্রমন হতে পারে। কর্মস্থানে কোনও গোলযোগ বাড়তে পারে।
মকর

শরীরের কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল সময় কাজে লাগান। কর্মস্থানে খুব চাপ বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে খরচ বাড়তে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি।
কুম্ভ

শত্রুর কারনে ভয় বাড়তে পারে। পরিবারের কোনও অশান্তি আজ বড় রূপ নিতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে। কোনও আটকে থাকে কাজ আজ করে ফেলুন।
মীন

ব্যবসার দিকে একটু বুদ্ধি করে চলুন। প্রেমের জন্য আবেগ বাড়তে পারে। কর্ম ব্যপারে শুভ যোগাযোগ আসতে পারে। শরীরে দিকে কোনও যন্ত্রনা বাড়তে পারে। সন্তান নিয়ে কোনও বিবাদ আসতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব