১২ মে, ২০১৭
মেষ

আজ নতুন কোনও কর্মে প্রচুর উৎসাহ পাবেন । ব্যবসার শত্রু আপনার পিছু ছাড়বেনা । কোন জটিল সমস্যা আপনার দ্বারা সমাধান হতে পারে । প্রেমের আনন্দ মনে সারা দিন থাকলেও ব্যাকুলতাও থাকবে ।
বৃষ

ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি । স্ত্রীর প্রেরনা আপনাকে উদ্যমী করে তুলবে । আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না । নিজের কারোর শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা ।
মিথুন

আজ বন্ধুকে বেশি বিশ্বাস করলে সঙ্কট হতে পারে । নিজের বাক্যের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম । প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে । তুচ্ছ কোনও কারনে বড় ভ্রমনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে ।
কর্কট

আজ আপনার বিলাসিতার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে । কর্মে বাধা থাকলেও পরে সেটা কেটে যাবে । পড়াশোনার ব্যপারে কাউকে জিজ্ঞাসা করলে ঠকতে হতে পারে । পাওনা প্রাপ্তি যোগ ।
সিংহ

কৃষি কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে । সন্তানের পরীক্ষার ব্যপারে আনন্দের খবর আসতে পারে । দূরের কারোর খুব বাজে খবর আসতে পারে । শরীরে ও মনে আজ সারা দিন কোনও কারনে খুব চাপ থাকবে ।
কন্যা

কর্মচারীর জন্য ব্যবসায় সমস্যার সমাধান হতে পারে । খুব কাছের কোনও মানুষের ব্যবহারে মনে দুঃখ । তৃতীয় ব্যক্তির ফলে দাম্পত্য কলহ মিটবে । আজ কারোর সঙ্গে বিতর্কে গেলে ক্ষতি ।
তুলা

পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে । যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে বিপদের আশঙ্কা । প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ । পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ।
বৃশ্চিক

হঠাৎ কোনও কারনে মনে কষ্টের সৃষ্টি হতে পারে । বুদ্ধির ভ্রমে কর্মের পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে । সঙ্গীত চর্চায় অগ্রগতির সুযোগ আসতে পারে । দিনের শেষ ভাগে প্রতিকুল অবস্থা কাটবে ।
ধনু

আজ ব্যবসায় কর্মচারীর জন্য অবনতির যোগ দেখা যাচ্ছে । শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার একটা আশা রাখতে পারেন । পরিবারে কারোর সঙ্গে অশান্তি বাধতে পারে । সন্তানদের কর্মের সুযোগ হতে পারে ।
মকর

আজ রাস্তায় যানবাহনের যোগাযোগের জন্য ভোগান্তি হতে পারে । কর্মে অন্য রকম বদল দেখতে পারেন । জ্যোতিষবিদ্যায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে । নিজের কারোর জন্য খরচ বৃদ্ধি হতে পারে ।
কুম্ভ

আজ আপনার মধ্যে আপ্রান নতুন অর্থ উপার্জনের চেষ্টা দেখা যাবে । আজ উদারতা দেখাতে বিপদে পড়তে পারেন । বাড়িতে নতুন অতিথি আসতে পারে । কোনও পুরনো মনের আশা পূরণ হতে পারে ।
মীন

আজ বাড়িতে ভাল কোনও খবর আসতে পারে । অসৎ বুদ্ধির কোনও লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে । বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন । কোনও চিন্তা আজ সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে । জ্যোতিষ শ্রী জয়দেব