৭ জুলাই, ২০১৭
মেষ
নতুন কোনও ব্যবসার সুচনা করতে পারেন উন্নতির যোগ আছে । প্রেমে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন । বুদ্ধিমান ব্যক্তির সু-পরামর্শ কাজে লাগান । উপার্জন ভাল থাকলেও ব্যয়ও আছে।
বৃষ
আজ আপনার হাতে এমন কিছু কাজ হতে পারে যাতে নিজেকে অপরাধী মনে হবে । অনেক দিনের পুরনো ঋণ পরিশোধ হতে পারে । গুরুজনের চিকিৎসায় অর্থ খরচ । সন্তানদের নিয়ে গর্ভ ।
মিথুন
কর্মস্থানে প্রথম দিকে নিজের কার্যসিদ্ধি হলেও পরে ঝামেলার আশঙ্কা আছে । স্বামীস্ত্রীর মধ্যে সদ্ভাব থাকবে । সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে । সবান্ধবে দূরে ভ্রমনের যোগ আছে ।
কর্কট
আজ কোথাও আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন । দায়িত্বপালন নিয়ে মায়ের সঙ্গে অশান্তি । শারীরিক দুর্বলতার জন্য কর্মে ব্যঘাত । হারানো জিনিস ফিরে পাওয়ার আশা ।
সিংহ
খেলাধুলার প্রতি আগ্রহ বা ইচ্ছা আপনাকে অনেক দূর নিয়ে যাবে । আপনার পদোন্নতির আবেদন মঞ্জুর হতে পারে । মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে । লিভারের সমস্যায় ভোগান্তি ।
কন্যা
কর্ম স্থানে একটু সাবধানে চলুন মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে । বন্ধুর দ্বারা আজ উপকৃত হতে পারেন । কোনও কল্যাণ কাজে কিছু দান করতে ইচ্ছে করবে । কাছাকাছি ভ্রমন করুণ, দূরে বিপদের আশঙ্কা ।
তুলা
স্ত্রীর বুদ্ধিতে আজ ব্যবসায় প্রচুর লাভের মুখ দেখতে পাবেন । আজ সন্তানদের পঠনপাঠনে আগ্রহ থাকবে । কারোর কাছ থেকে মানসিক আঘাত পেতে পারে । গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা ।
বৃশ্চিক
আজ সারা দিন কর্মে বেশি মন থাকবে না বিলাসিতার ইচ্ছা বেশি থাকবে । আজ চিকিৎসার জন্য কারোর সাহায্য নিতে হতে পারে । গৃহে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আলোচনা হতে পারে ।
ধনু
আজ রোগের প্রবণতা অনেক বাড়তে পারে । কাজের চেষ্টা করুন সময় খুব ভাল । প্রেম ও প্রণয়ে আবেগ বৃদ্ধি । চাকুরীর স্থানে সুনাম বৃদ্ধি । বাড়িতে কোনও অতিথি আসতে পারে ।
মকর
বিদেশে গবেষণার জন্য সুযোগ মিলতে পারে । ভাই-ভাই বিবাদ বাড়তে পারে, ব্যবসার জন্য অধিক ব্যস্ত হতে হবে । সংসারের জন্য খরচ বাড়তে পারে এবং সেই ব্যাপারে বাড়িতে বিবাদ ।
কুম্ভ
আজ ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে । আজ সারা দিন বন্ধুদের সঙ্গে খুব বুঝে কথা বলুন । খেলাধুলায় স্বীকৃতি পাওয়ার যোগ দেখা যাচ্ছে । সংসারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে ।
মীন
আজ প্রবাসী কারোর সঙ্গে দেখা হতে পারে । জমি ক্রয় বিক্রয় নিয়ে খুব কাছের কারোর সঙ্গে ঝামেলা হতে পারে । বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব ভাল সময়। সবান্ধব ভ্রমন । জ্যোতিষ শ্রী জয়দেব