২২ জুলাই, ২০১৭
মেষ
আজ নতুন কোনও ব্যবসা আরম্ভ করতে পারেন । গুরুজনদের নিয়ে চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে । অন্যের ঝামেলা মেটাতে নিজের সংসারে অশান্তি । শত্রুদের উপেক্ষা করুন ।
বৃষ
আজ কোনও রকম শিল্প দেখানোর সুযোগ আসতে পারে । রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন । সন্তানের লেখাপড়ায় মন নাও থাকতে পারে । কাজের সুত্রে বিদেশ যাত্রার যোগ আছে ।
মিথুন
আজ ক্রোধকে সংবরণ করে নম্রভাব বজায় রাখতে হবে । সন্তানদের জন্য কোনও বিষয়ে উদ্বিগ্নতা বাড়তে পারে । শেয়ার বা ফটকায় উন্নতির যোগ দেখা যাচ্ছে । চক্ষুপীড়ায় ভোগান্তি ।
কর্কট
আজ দিনের প্রথমের দিকে মানসিক বিষণ্ণতা থাকলেও পরে কোনও খুশির খবর পেতে পারেন । ছোটরা জীবজন্তুর থেকে সাবধান । অনেক দূরের কোনও আত্মীয়ের বাড়িতে সমাগম । আয় ব্যয় সমান ।
সিংহ
সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে । অকারনে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে । মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভবনা । স্নায়ুবিক কারনে ভোগান্তির যোগ আছে ।
কন্যা
মানসিক দিক থেকে আজ কারোর কাছে অপদস্ত হতে পারেন । ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে । কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে । আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন ।
তুলা
আজ চাকুরীজীবীদের জন্য দিনটি খুব শুভ । অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে । শারীরিক অসুস্থতার জন্য ভ্রমন বাতিল হতে পারে । আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে ।
বৃশ্চিক
অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে । আপনার কু- মন্ত্যব্যে সংসারে অশান্তির যোগ । কর্ম স্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে । আধ্যাত্মিক কাজে মনে শান্তি ।
ধনু
কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে । কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন । মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন । নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন ।
মকর
সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে । সন্তানদের কারনে মনে ব্যস্ততা বৃদ্ধি । খুব নিকট কারোর শারীরিক অসুস্থতার খবর আসতে পারে । বন্ধুর কাছ থেকে সাবধান ।
কুম্ভ
আজ আপনার চোখের সামনে অপ্রীতিকর ঘটনা দেখেও চুপ করে থাকতে হবে । স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে । নতুন গৃহ নির্মাণের প্রস্তাব সফল হতে পারে । নিজের শরীর নিয়ে চিন্তা ।
মীন
অনেক দিনের পুরনো পরীক্ষার্থীদের চাকুরীর যোগাযোগ আসতে পারে । সন্তানের জন্য সংসারে শান্তির উদয় । মা বাবার শরীর নিয়ে চিন্তা থাকলে সেটা মিটে যাবে । শেয়ারে লাভের আশা । জ্যোতিষ শ্রী জয়দেব