মেষ

বন্ধুদের সঙ্গে অশান্তির জন্য মনে কষ্ট বাড়তে পারে। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা করতে হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজ কোনও কারণে ব্যবসায় চাপ বাড়তে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় কারও জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বচসা হতে পারে।

বৃষ

অহেতুক রক্তপাত থেকে সাবধান থাকুন। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনও রকম জটিলতা দেখা দিতে পারে। ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে। কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয় জনের জন্য কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি পাবে।

মিথুন

আজ বিবাহ ব্যাপারে বাড়িতে কোনও রূপ আলোচনা হওয়ার সম্ভাবনা। অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। আজ ব্যবসার দিকে ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনো ভাবের জন্য চাকুরীর স্থানে জটিলতা। একাধিক পথে আয় বাড়তে পারে।  কোনও বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে । কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন।

কর্কট

বাজে কাজে অর্থ নষ্ট হতে পারে ও তার জন্য মন কষ্ট। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তি মূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। অসৎ সঙ্গে পরে অর্থনাশ হতে পারে। আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মনে শান্তির উদয়। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীরটা একটু খারাপ যেতে পারে। 

সিংহ

সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। অতিরিক্ত আবেগপ্রবন হয়ে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুবিক কারনে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাঁধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি ।

কন্যা

আজ কোনও ভ্রমনে না যাওয়া ভাল হবে। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির।

তুলা

কাজের ব্যপারে কোনও প্রকার ব্যকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগ আসতে পারে। বাড়িতে কোনও শোকের খবর আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসার দিকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যপারে কোনও চাপ। পিতার সঙ্গে কোনও তর্ক। 

বৃশ্চিক

মানসিক কোনও কষ্ট বাড়তে পারে। ভাল কোনও জিনিষ নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে কোনও চাপ আসতে পারে। আজ আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে কোনও যন্ত্রনা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ও নতুন কোনও কাজের সুচনা। শত্রুর কারনে মনে ভয় বাড়তে পারে। চাকুরীর স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ।

ধনু

রতিবেশীর সঙ্গে কোনও প্রকার বিবাদের জন্য মানসিক চাপ। কাজের দিকে উন্নতির চেষ্টা। ভাই ভাই কোনও বিবাদ বাড়তে পারে। সন্তানের কোনও ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে কোনও রূপ চিন্তা। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও বাড়তি লাভ আসতে পারে। মানসিক দিকে অস্থির ভাব থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ।

মকর

কোনও ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য ঝামেলা বাড়তে পারে। কাজের দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে । বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা চোখের কোনও রোগ বাড়তে পারে। আপনার মনের দিকে আনন্দ বাড়তে পারে। মায়ের দিক দিয়ে কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও কাজের চাপ বাড়তে পারে।

কুম্ভ

মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও চাপ ও খরচ বাড়তে পারে। চাকুরীর স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদের জন্য অধিক চিন্তা বাড়তে পারে। বাহিরের কোনও লোকের জন্য আজ খরচ বৃদ্ধি আজ কোনও অপমান কপালে জুটতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। কোনও যন্ত্রনা বৃদ্ধি।

 

মীন

আজ চাকুরির স্থানে কোনও চাপ বাড়তে পারে। আপনার কোনও নিন্দা আলোচনা হতে পারে। কিছু পাওনা হতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থানে উচ্চব্যক্তির সঙ্গে তর্ক। ভ্রমনের জন্য দিনটি ভাল হবে না। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতামাতার জন্য মনে দুঃখ আসতে পারে। মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। শত্রু ব্যপারে চাপ।