বুধবার ৩০ অগস্ট ২০১৭


মেষ


কর্মস্থানে আজ আপনার কাজের খুব চাপ থাকবে। নিজের বিচক্ষণতায় সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। অন্য কারও ভুল আজ আপনাকে বয়ে বেড়াতে হতে পারে। পরিচিত কোনও ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনার পর সব কাজের সিদ্ধান্ত নেবেন। গৃহে ধৈর্য বজায় না রাখতে পারলে অশান্তি বাধতে পারে। সন্তানরা অতিরিক্ত অন্যমনস্ক ও চাঞ্চল থাকবে।

বৃষ


আজ সারা দিন বন্ধুর কাছ থেকে একটু সামলে থাকুন, ক্ষতির সম্ভবনা। প্রতিবেশীরা পারিবারিক শান্তি ভঙ্গ করতে চাইবে। প্রেমের বিষয়ে বাধার সৃষ্টি হতে পারে। সরকারি চাকরির সঙ্গে যুক্তদের শুভ দিন। সোনা রুপো জাতীয় দ্রব্যের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্বপূর্ণ কাজ মেটান। পারিবারিক অশান্তির ফলে মনে অসহায় ভাব। আপনজনের চক্রান্তে পৈতৃক সম্পত্তি পেতে বাধা।

মিথুন


আজ বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা হতে পারে। চাকরির পরীক্ষার ভাল খবর আসতে পারে। কোনও কল্যাণমূলক কাজে দানে মনে শান্তির উদয়। সঙ্গীত চর্চায় একটু বাধার যোগ দেখা যাচ্ছে।

কর্কট


আজ কর্মচারীদের সঙ্গে ব্যবহার ভাল রাখুন ফল ভাল পাবেন। পরিবারের মানুষদের সঙ্গে কথা কম বলার চেষ্টা করুন। কোনও উচ্চ পদস্থ লোকের সঙ্গে পরিচয় হতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারও সম্বন্ধে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি।

সিংহ


আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা হতে পারে। চাকরির পরীক্ষার ভাল খবর আসতে পারে। কোনও কল্যাণজনক কাজে দানে মনে শান্তির উদয়। সঙ্গীত চর্চায় একটু বাধার যোগ দেখা যাচ্ছে। আজ কারও সঙ্গে টাকা পয়সা নিয়ে গণ্ডগোল বাধতে পারে। কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সুযোগ আছে। কেউ আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। সংসারে অশান্তি কেটে যাবে।

কন্যা


আজ কর্মস্থলে বুদ্ধির জোরে প্রচুর সুনাম ও যশ অর্জন করবেন। আজ কোনও কারণে আর্থিক টানাপড়েন থাকবে। প্রেমে জটিলতা সত্ত্বেও দ্রুত অগ্রগতির সম্ভাবনা। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। গুরুজনের উপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপ্রীতিকর পরিস্থিতির স্বীকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। সম্মাননীয় কোনও ব্যক্তির থেকে ভাল কোনও উপদেশ পেতে পারেন।

তুলা


আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণ করে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারোর প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দ্যেশ্য সিদ্ধি হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

বৃশ্চিক


গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা। অর্থভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যপারে অবসাদ আসতে পারে সতর্ক থাকুন। আজ মনে একটু বিষণ্ণ ভাব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয় কাজে বাধা, চাকুরীর স্থানে কাজের চাপে একটু শারীরিক অসুস্থতা।

ধনু


সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিনটা খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখউজ্জ্বল। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। 

মকর


আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যাথার সমস্যা। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

কুম্ভ


আজ ব্যবসায় আমুল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সন্তান দের নিয়ে চিন্তা। 

মীন


সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।