নয়া ৭ ইঞ্চির ট্যাবলেট নিয়ে এল ডেটাউইন্ড, দাম ৫,৯৯৯ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2016 04:10 AM (IST)
কলকাতা: নয়া ট্যাবলেট পিসি i3G7 নিয়ে এল ডেটাউইন্ড। দাম মাত্র ৫,৯৯৯ টাকা। কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট সুনীত সিং তুলি জানিয়েছেন, নতুন এই ট্যাবলেট পিসি-তে রযেছে দুরন্ত প্রযুক্তি ও স্টাইলের অসাধারণ মেলবন্ধন। ট্যাবলেট পিসি i3G7 ইন্টেলের ৬৪-বিট কোয়াডকোর X3 প্রোসেসর চালিত এবং ভয়েস কলিং ফিচার সাপোর্ট করে। ডেটাউইন্ডের দাবি, এই ট্যাবলেট পিসি-র ইন্টারনেট ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যান্ডউইথ কনজাম্পসন ৯৭ শতাংশ হ্রাস করবে। ট্যাবলেট পিসি i3G7-তে রয়েছে ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা মাইক্রেো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপে চলবে এই ট্যাবলেট। ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি কানেক্টিভিটিও সাপোর্ট করে এই ট্যাবলেট। এই ট্যাবলেট সিম স্লটের সাহায্যে ৩জি সাপোর্ট করবে। সাত ইঞ্চির এই ট্যাবলেটে টকটাইম ৪ ঘন্টা পর্যন্ত, স্ট্যান্ডবাই পাঁচ দিন।এতে রয়েছে এইচডি প্লেব্যাক ফিচারও। gadgets360.com –এ এই ট্যাবলেট পাওয়া যাবে।