কলকাতা: মুকুন্দপুর আমরিকাণ্ডে থানায় FIR দায়ের করল মৃত শিশুর পরিবার। এফআইআরে ইউনিট হেড, চিকিত্সক ও আমরি কর্তৃপক্ষের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য কমিশনেও নালিশ জানিয়েছে শিশুর পরিবার। বুধবার, সন্তানহারা মাকে আঙুল তুলে শাসাতে দেখা গিয়েছিল মুকুন্দপুর আমরি হাসপাতালের ইউনিট হেডকে। যে হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে, সেই হাসপাতাল কর্তৃপক্ষের এই ভূমিকায় সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে পূর্ব যাদবপুর থানায় এফআইআর  দায়ের করেছে ঐত্রি দে-র পরিবার। মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছে তারা। মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে, চিকিত্সায় গাফিলতি, গাফিলতির জেরে মৃত্যু, হুমকি, মারপিট-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে নোটিস পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। চিকিত্সা সংক্রান্ত যাবতীয় নথিও তলব করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুকন্যার হৃদযন্ত্রের সমস্যা ছিল। যদিও তা মানতে নারাজ পরিবার। এই প্রেক্ষাপটে বুধবার এনআরএস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়।তবে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি ময়নাতদন্তকারী চিকিত্সকরা। সেজন্য হৃদযন্ত্রের পেশি থেকে টিসু নিয়ে হিস্টো প্যাথলজি টেস্টের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যান ঐত্রির মা-বাবা ও পরিজনরা। স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনেও অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার। রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও যান মৃতের পরিজনরা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ ও নথি খতিয়ে দেখিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তদন্তকারীরা।