কলকাতা: সল্টলেকের মহিষবাথানে বন্ধ ঘরে উদ্ধার তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ। মিলল সুইসাইড নোট ও এক তরুণীর ছবি। সম্পর্ক ভেঙে যাওয়াতে আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
রবিবার থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে উদ্ধার হল পচাগলা দেহ। মৃতের নাম সীমন্ত পালে। বাড়ি হুগলির আরামবাগে। কাজ করতেন সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়।
স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে বছর ২৮-এর ওই তথ্যপ্রযুক্তি কর্মী সল্টলেকের মহিষবাথানে বাড়ি ভাড়া নেন। পুলিশ সূত্রে খবর, রবিবার থেকে সীমন্তর খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙে পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের দাবি, ঘর থেকে মিলেছে সুইসাইড নোট ও এক তরুণীর ছবি। সম্পর্ক ভেঙে যাওয়ার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান।
পুলিশ সূত্রে খবর, ঘটনার কথা জানানো হয়েছে মৃতের পরিবারকে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
সল্টলেকে উদ্ধার তথ্যপ্রযুক্তি কর্মীর পচাগলা দেহ, মিলেছে সুইসাইড নোট, এক তরুণীর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2017 10:16 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -