কলকাতা: নোট বাতিল ইস্যুতে মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে রাজ্য। ব্যাঙ্কের লাইনে অসুস্থ হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হোক। এই মর্মে চিঠি যাচ্ছে আরবিআইয়ের কাছে।
৮ নভেম্বর থেকেই নোট বাতিল ইস্যুতে রাজনৈতিক আক্রমণটা জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, সরকার গায়ের জোরে বুলডোজ করছে। বারবার বললেও সরকারের কোনও ভ্রক্ষেপ নেই। ব্যাঙ্কের লাইনে ১০০ জনের বেশি মারা গিয়েছে।
এবার পদক্ষেপ নিল তাঁর সরকার! রাজ্যের ক্রেতাসুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বলেন, আরবিআইকে বলেছি, যারা ব্যাঙ্কের লাইনে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আরবিআই বলেছে চিঠি দিতে।
নোট বাতিলের পর এতদিন কেটে গেলেও, ব্যাঙ্ক-এটিএমে হয়রানির ছবিটা বদলায়নি। সরকার, আরবিআই দাবি করলেও চারদিকে এখনও নগদের সঙ্কট। মিলছে না পর্যাপ্ত ৫০০ ও ১০০ টাকার নোট। এখনও বন্ধ বহু এটিএম।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ক্রেতাসুরক্ষামন্ত্রী। ছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার এস ঘোষও। সেখানেই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি তোলেন মন্ত্রী। ব্যাঙ্ক গ্রাহকদের হয়রানি নিয়ে তাঁর গলায় হুঁশিয়ারির সুর।
সাধন পাণ্ডে বলেন, আমার দফতরের কাছে, কোনও মানুষ ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ জানালে, আমি কনজিউমার কোর্টে মামলা পাঠাব। ব্যাঙ্ককেও পার্টি করব।
অন্যদিকে, ছোটবেলা থেকেই যাতে গ্রাহক সচেতনতা গড়ে ওঠে, সেই লক্ষ্যে রাজ্যের ৮৪০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে ‘কনজিউমারস ক্লাব’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্লাবে সামিল করা হবে পড়ুয়াদের। এর জন্য স্কুলপিছু বরাদ্দ হয়েছে ২০ হাজার টাকা।
ব্যাঙ্কের লাইনে অসুস্থ হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি, আরবিআইকে চিঠি রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2016 07:53 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -