বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে গ্রেফতার ডেবিট-কার্ড প্রতারক
ABP Ananda, web desk | 23 Nov 2016 09:03 PM (IST)
কলকাতা: রাজ্যে ফের ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগ। গ্রেফতার এক। অভিযুক্ত গৌরব কুমার পেশায় কয়লা ব্যবসায়ী। গতকাল রাতে বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এবছরের ফেব্রুয়ারি মাসে নিজেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে সল্টলেকের এক বৃদ্ধার ডেবিট কার্ডের পিন নম্বর জেনে, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয় গৌরব। বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।