টালা ব্রিজের ভার কমাতে ফুটপাথ, গার্ডরেল ভাঙার কাজ শুরু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2020 06:27 PM (IST)
ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, সেতু ভাঙার কাজ শুরু হলে কাশীপুর রোড, চিৎপুর রোড, রাজা মণীন্দ্র রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতা: টালা ব্রিজে ভারী গাড়ি চলাচল বন্ধ। তবে এখনও ছোট গাড়ি চলাচল বন্ধ হয়নি। এরই মধ্যে সেতুর ভার কমাতে টালা ব্রিজের ফুটপাথ ও গার্ড ওয়াল ভাঙার কাজ শুরু করল পূর্ত দফতর। শ্যামবাজারের দিকে সেতুর ফুটপাথ ও গার্ড ওয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। পূর্ত দফতর সূত্রে খবর, সমস্ত গাড়ি এখনই বন্ধ করে সেতু ভাঙা হচ্ছে না। কবে পুরোপুরি সেতু ভাঙার কাজে হাত দেওয়া হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রশাসন সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহে গাড়ি বন্ধ করে সেতু ভাঙার কাজ শুরু হতে পারে। প্রথমে শ্যামবাজারের দিকের অংশ ভাঙা হবে। তারপর ভাঙা হবে পাইকপাড়ার দিকের অংশ। সব শেষে সেতুর মাঝে ট্রেন লাইনের ওপরের অংশ ভাঙা হবে। ওই সময় বন্ধ রাখা হতে পারে চক্র রেল। ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, সেতু ভাঙার কাজ শুরু হলে কাশীপুর রোড, চিৎপুর রোড, রাজা মণীন্দ্র রোড দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ভারী গাড়ির জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, টালা ব্রিজ সংলগ্ন লেকগেট উড়ালপুলের নীচে লেভেল ক্রসিং তৈরি করা হবে। ওই লেভেল ক্রসিং ব্যবহার করবে ভারী গাড়ি।