কলকাতা: নোটকাণ্ডে দেশজুড়ে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র। গ্রেফতার এক। বুধবার সকালে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি, কলকাতার ২টি ব্যাঙ্কে হানা দেন ইডি-র আধিকারিকরা। প্রথমে হানা দেওয়া হয় চেতলার একটি বেসরকারি ব্যাঙ্কে। পরে, ক্যামাকস্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে হানা দেন তদন্তকারীরা। ২টি ব্যাঙ্কেই খতিয়ে দেখা হয় টাকা জমা পড়ার নথি ও সিসিটিভি ফুটেজ।
ইডি সূত্রে খবর, নোট বাতিলের পরে কোনও ব্যাঙ্কে অস্বাভাবিক পরিমাণে নগদ অর্থ জমা পড়ার খবর পেলে, পরীক্ষা করে দেখা হচ্ছে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ভূমিকা। এদিনের তল্লাশিতে কিছু অ্যাকাউন্টে নগদ অর্থ জমা পড়ায় অসঙ্গতি মিলেছে। কালো টাকা মজুত রয়েছে, এই সন্দেহে তল্লাশি চালানো হয় শিয়ালদার এক অভিজাত আবাসনেও। তবে সেখান থেকে কিছু উদ্ধার হয়েছে কি না জানা যায়নি।
কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, পটনা, আমদাবাদ, লখনউ, গোয়া, চণ্ডীগড়, জয়পুর, জম্মু, বেঙ্গালুরু-সহ দেশের বেশ কিছু শহরে ৫০-টিরও বেশি ব্যাঙ্কে এদিন হানা দেয় ইডি। সংগ্রহ করা হয় বিভিন্ন ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ। আর্থিক অনিয়মের অভিযোগে, দিল্লিতে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে, বেঙ্কালুরুতে সেন্ট্রাল ব্যাঙ্কের এক সিনিয়র ম্যানেজার ও একটি সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করেছে সিবিআই।
নোটকাণ্ডে শহরে তল্লাশি ইডি-র, গ্রেফতার এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2016 09:43 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -