রাজারহাটে গাছের নীচে উদ্ধার প্রচুর বাতিল ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোটের টুকরো
ABP Ananda, web desk | 04 Dec 2016 12:20 PM (IST)
কলকাতা: রাজারহাটে গাছের নীচ থেকে উদ্ধার বাতিল ৫০০ ও হাজার টাকার ছেড়া নোটের টুকরো। আজ ভোর ৬ টা নাগাদ রাজারহাটের ঝালগাছি এলাকায় একটি গাছের নীচে একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল ৫০০ ও হাজার টাকার নোট ছিল। খবর যায় রাজারহাট থানায়। পুলিশ এসে ছেঁড়া নোট ভর্তি প্যাকেট উদ্ধার করে নিয়ে গেছে। কে বা কারা এই প্যাকেট ফেলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ জানার কাজ শুরু হয়েছে।