কলকাতা: নোট বাতিলের জের। রবিবার থেকে গাড়িচালকদের কাছে নেওয়া হবে না স্পট ফাইন। বরং সিগন্যাল ভাঙলে পরে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে জরিমানার চিঠি। সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ লালবাজারের। তবে ছাড় নেই মত্ত অবস্থায় গাড়ি চালালে। এক্ষেত্রে মত্ত গাড়িচালক ধরা পড়লে জরিমানা অনিবার্য। লালবাজারের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে সব ট্রাফিক গার্ডে। কলকাতা পুলিশ সূত্রের খবর, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন ব্যবস্থা বলবৎ থাকবে। খুচরো সমস্যার জেরেই নয়া ব্যবস্থা, এমনটাই মত পুলিশমহলের একাংশের।