কলকাতা: বালিগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু। ডেঙ্গিতে মৃত্যু বলে দাবি পরিবারের। মঙ্গলবার রাতে বাইপাসের ধারের একটি হাসপাতালে মৃত্যু হয় সাত বছরের রাই সাহার। বালিগঞ্জ স্টেশন রোডের বাসিন্দা ওই ছাত্রী কয়েকদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক।
এদিকে, গড়িয়াহাট আইটিআই চত্বরে মিলেছে ডেঙ্গি মশার লার্ভা, রয়েছে ম্যালেরিয়ার মশার লার্ভাও। পরিদর্শনে এসে জানালেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ও।
গড়িয়াহাট আইটিআই-এর ভিতরের চত্বর চূড়ান্ত অপরিচ্ছন্ন, জঞ্জাল জমে রয়েছে বলে জানিয়েছেন অতীন ঘোষ। পুরসভার স্বাস্থ্য বিভাগকে না জানানোয় ৮ নম্বর বরোর ভেক্টর অফিসার ও ৬৮ নম্বর ওয়ার্ডের ভেক্টর অফিসারকে শোকজের নির্দেশ দেন তিনি। মেয়র পারিষদের দাবি, কিছুদিন আগে পুরসভার তরফে অপরিচ্ছন্নতার জন্য গড়িয়াহাটের এই আইটিআই-কে নোটিস পাঠানো হয়। কিন্তু নোটিস নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষ এধরনের ঘটনার কথা অস্বীকার করেছে।
বালিগঞ্জে জ্বরে মৃত্যু দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর, গড়িয়াহাট আইটিআই চত্বরে মিলল ডেঙ্গি মশার লার্ভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 08:52 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -