কলকাতা: কলকাতার শহরের বুকে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের। প্রিন্স আনোয়ার শাহ রোডে কলকাতা পুরসভার ৯৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু যুবকের। এলাকায় গত ৬ দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্ত বহু, হাসপাতালে ভর্তি আরও অনেকে, এলাকায় বিক্ষোভ স্থানীয়দের।
এদিকে গড়িয়ার বোড়ালের বাসিন্দা মুন্না আলি কওতালিকে ২৯ অক্টোবর এম আর বাঙুরে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে জ্বরে আক্রান্ত হয়ে বেলেঘাটা আই ডি হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক গৃহবধূর। মৃতার নাম রিতু সরকার। পরিবার সূত্রে খবর, গতকাল জ্বর নিয়ে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, ভর্তির পর গৃহবধূর নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা তাঁকে ঠিকমতো পরীক্ষা করেননি বলেও অভিযোগ আত্মীয়দের।
ফের ডেঙ্গির বলি শহরে, প্রিন্স আনোয়ার শাহ রোডে যুবকের মৃত্যুতে উত্তেজনা, এলাকায় আক্রান্ত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2017 06:07 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -