ডেঙ্গি-আতঙ্কের জেরে সন্তানদের স্বাস্থ্যরক্ষায় উদ্যোগী অভিভাবকরা। নিজেরাই উদ্যোগ নিলেন স্কুল পরিষ্কারের। সকালে এসেই সল্টলেকের সিএ স্কুলের অভিভাবকরা ঘুরে দেখেন স্কুল চত্বর। এরপর দ্রুত ব্লিচিং কিনে, ঝাঁটা হাতে পরিষ্কার করার কাজে হাত লাগান স্কুলপড়ুয়াদের বাবা-মায়েরা।
রাজ্যে ডেঙ্গি মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। সকাল ১১টা নাগাদ হাসপাতালে উপস্থিত হন মন্ত্রী। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। কথা বলেন রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। হাসপাতাল চত্বরের পরিষ্কার-পরিচ্ছন্নতাও খুঁটিয়ে দেখেন শশী পাঁজা। গতকালই আমাদের ক্যামেরায় ধরা পড়ে হাওড়া জেলা হাসপাতালে ডেঙ্গি মোকাবিলার বেহাল দশার ছবি।