কলকাতা:  সাউথ পয়েন্ট স্কুল চত্বরে মিলল ডেঙ্গির জীবাণুবাহক এডিস ইজিপ্টাই মশার লার্ভা। আজ মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের নেতৃত্বে, সাউথ পয়েন্ট ও বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল পরিদর্শনে যান পুর আধিকারিকরা। সাউথ পয়েন্ট স্কুল চত্বরে একটি গাছের কোটরে জমা জলে ডেঙ্গির জীবাণুবাহক মশার লার্ভা পাওয়া যায়।

এছাড়া স্কুল চত্বরে একটি ট্রিপলের শেডে উপর জমা জলে মিলেছে ম্যালেরিয়ার জীবাণুবাহক অ্যানোফিলিস মশার লার্ভা। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের মাঠে জমা জলেও মিলেছে ম্যালেরিয়ার জীবাণুবাহক মশার লার্ভা। অবিলম্বে দু’টি স্কুলকে জমা জল সাফ করে দিতে বলেছে পুরসভা।