উত্তর ভারতে ঘন কুয়াশা, আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ১১ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী, দুরন্ত সাড়ে ১৫ ঘণ্টা

Continues below advertisement
নয়াদিল্লি ও কলকাতা:  উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে আজও ব্যাহত হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেন চলাচল। একনজরে দেখে নেব কোন ট্রেন কতটা দেরিতে চলছে
  • রাজধানী এক্সপ্রেস প্রায় ১১ ঘণ্টা দেরিতে চলছে। এছাড়াও হাওড়াগামী ট্রেনগুলির মধ্যে জোধপুর এক্সপ্রেস ২০ ঘণ্টা,
  • দিল্লি দুরন্ত সাড়ে ১৫ ঘণ্টা,
  • অমৃতসর মেল ৯ ঘণ্টা,
  • চম্বল এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে চলছে।
  • দুন এক্সপ্রেস সাড়ে ৬ ঘণ্টা,
  • বিভূতি এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা,
  • অমৃতসর এক্সপ্রেস ৫ ঘণ্টা এবং মুম্বই মেল ভায়া ইলাহাবাদ সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে।
  শিয়ালদাগামী আজমেঢ় এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে। আপ স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে ছাড়বে। দিল্লি থেকে বাতিল করা হয়েছে কালকা মেল এবং পূর্বা এক্সপ্রেস।
Continues below advertisement
Sponsored Links by Taboola