- রাজধানী এক্সপ্রেস প্রায় ১১ ঘণ্টা দেরিতে চলছে। এছাড়াও হাওড়াগামী ট্রেনগুলির মধ্যে জোধপুর এক্সপ্রেস ২০ ঘণ্টা,
- দিল্লি দুরন্ত সাড়ে ১৫ ঘণ্টা,
- অমৃতসর মেল ৯ ঘণ্টা,
- চম্বল এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে চলছে।
- দুন এক্সপ্রেস সাড়ে ৬ ঘণ্টা,
- বিভূতি এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা,
- অমৃতসর এক্সপ্রেস ৫ ঘণ্টা এবং মুম্বই মেল ভায়া ইলাহাবাদ সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে।
উত্তর ভারতে ঘন কুয়াশা, আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ১১ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী, দুরন্ত সাড়ে ১৫ ঘণ্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jan 2018 08:51 AM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি ও কলকাতা: উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে আজও ব্যাহত হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেন চলাচল। একনজরে দেখে নেব কোন ট্রেন কতটা দেরিতে চলছে