কলকাতা ও নয়াদিল্লি: উত্তর ভারতে ঘন কুয়াশার জের। দৃশ্যমান্যতা কম থাকায় বিঘ্নিত ট্রেন চলাচল। দেরিতে চলছে পূর্বা, অজমেঢ় এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।

হাওড়াগামী কোন ট্রেন কতটা দেরিতে চলছে দেখব একনজরে

জোধপুর এক্সপ্রেস ২১ ঘণ্টা, কালকা মেল ১৮ ঘণ্টা, নিউদিল্লি আনন্দ বিহার সাড়ে ১৪ ঘণ্টা, চম্বল ও রাজধানী সাড়ে ১২ ঘণ্টা, মুম্বই মেল ভায়া ইলাহাবাদ ৯ ঘণ্টা, দুন সাড়ে ৮ ঘণ্টা, পূর্বা এক্সপ্রেস ৮ ঘণ্টা, সাপ্তাহিক বিকানির এক্সপ্রেস ৮ ঘণ্টা, অমৃতসর এক্সপ্রেস ৩ ঘণ্টা।

শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা, দিল্লি দুরন্ত এক্সপ্রেস ৯ ঘণ্টা , আজমেঢ় ৫ ঘণ্টা দেরিতে চলছে। অমৃতসর সুপার ফাস্ট এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে।

এদিকে হিন্দমোটর স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি। সকাল সাড়ে ৬টা থেকে স্টেশনে দাঁড়িয়ে আপ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ছেঁড়া তার মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তার ছিড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে লোকাল ট্রেনের পরিষেবাও। সমস্ত ট্রেনই পাশের একটি লাইন দিয়ে চালানো হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।