কলকাতা:  উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে নদিয়া, মুর্শিদাবাদ  দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকায় উর্ধ্বমুখী থাকবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।