কলকাতা: দমদমের গোরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু। রাত দেড়টা নাগাদ বাজারের ভিতরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন বাজার সংলগ্ন বহুতলের ব্যাঙ্কেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ হয় ব্যাঙ্কের এসি মেশিনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন।

সরস্বতী পুজো উপলক্ষ্যে বাজারে মজুত করা ছিল প্রচুর সামগ্রী। ছিল হোটেল বিয়েবাড়িতে সরবরাহের জন্য বিপুল পরিমান মাছও। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় দেড়শটির বেশি দোকান ও গুদামও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে দমকল কর্মীরা বেশ সমস্যায় পড়েন। সম্পূর্ণ বাজার ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।

দমদমের গোরাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজার সমিতির দিকে অভিযোগের আঙুল তুললেন ব্যবসায়ীরা। বাজারে অগ্নিনির্বাপণ ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা সমিতির তরফে করা হয়নি বলে দাবি করেছেন তাঁরা। পাশাপাশি, দেরি করে দমকলের ঘটনাস্থলে পৌঁছানো, জল ফুরিয়ে যাওয়ার মতো অভিযোগও করেছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকল পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ। বাজারের মধ্যে প্লাস্টিকের দোকানে আগুন লেগেছিল বলে জানিয়েছেন তিনি। ২০০৬ সালে এই বাজারে আগুন লেগেছিল। আবারও আগুন লাগায় এর পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। পাশাপাশি শর্ট সার্কিট থেকে আগুন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।