হাত চিরে লিখলেন নাম, সলমনকে মুক্তি না দিলে আত্মহত্যার হুমকি ভক্তের
Web Desk, ABP Ananda | 06 Apr 2018 09:11 PM (IST)
কলকাতা: কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছর কারাদণ্ডের সাজা পাওয়া সলমন খানের জন্য ‘বিচার’ চেয়ে হাত চিরে তাঁর নাম লিখলেন কলকাতার এক যুবক। দেব কর্ণ সিংহ নামে ২৮ বছর বয়সি এই যুবক উঠতি মডেল। তাঁর দাবি, ‘যোধপুর আদালত বেআইনিভাবে সলমনকে সাজা দিয়েছে। এই রায় পুরোপুরি পক্ষপাতদুষ্ট। ভাইকে ফাঁসানো হয়েছে। ভাইয়ের জন্য বিচার চেয়ে আমি হাত কেটেছি। ভাইকে ছাড়া না হলে আমি আত্মহত্যা করব।’ সলমনকে সাজা দেওয়া হলেও, কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত অন্য বলিউড তারকাদের রেহাই দেওয়া নিয়েও ক্ষুব্ধ দেব। তিনি বলেছেন, ‘পাঁচজন অভিনেতা হরিণ শিকার করতে গিয়েছিলেন। তাঁদের সবাইকে কী করে রেহাই দেওয়া হল? কেন শুধু ভাইকে সাজা দেওয়া হল? নিশ্চয়ই কোনও গোলমাল আছে। আমি আত্মহত্যা করলে যদি ভাই বিচার পান, তাহলে আমি সেটাই করব।’