কলকাতা: কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সময়মতো জমা না দেওয়ায় সিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপর আজ থেকে বন্ধ হয়ে গেল সল্টলেকের আনন্দলোক হাসপাতাল। সারা দেশে ওই হাসপাতালের ১১টি ইউনিটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্মীরা।


অভিযোগ, বহুদিন ধরেই হাসপাতালের কর্মীদের পিএফের টাকা সময়মতো জমা দিচ্ছিল না আনন্দলোক কর্তৃপক্ষ। অভিযোগ খতিয়ে দেখার পর সুদ ও জরিমানা মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৯ লক্ষ ২০ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দেন পিএফ কমিশনার। কিন্তু তা না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের অ্যাকাউন্ট। এরপরই আজ থেকে হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আনন্দলোক কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে সরানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আর্থিক অনুদানের টাকায় হাসপাতাল চলে। ফলে নির্দিষ্ট সময়সীমায় প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়া সব সময় সম্ভব নয়।