কলকাতা: ফের কুরুচিকর ভাষা বিজেপির রাজ্য সভাপতির গলায়। এবার তাঁর নিশানায় বিদ্বজ্জনেরা।

২০১৫ সালে ২৮ সেপ্টেম্বর, উত্তর প্রদেশের দাদরিতে বাড়িতে গোমাংস রাখার সন্দেহে পিটিয়ে খুন করা হয় মহম্মদ আখলাককে। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। সেই প্রসঙ্গ তুলে এদিন বিদ্বজ্জনেদের আক্রমণ করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির এই ভাষার তীব্র নিন্দায় সরব বিদ্বজ্জনেরা।

এর আগে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতির মুখে শোনা গিয়েছে কুরুচিকর মন্তব্য। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেউই বাদ যাননি তাঁর নিশানা থেকে। জেএনইউকাণ্ডের সময়, স্লোগান-বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিতে গিয়েও শালীনতার সীমা ছাড়িয়ে যায় দিলীপের ভাষা। যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীরাও পার পাননি বিজেপির রাজ্য সভাপতির আক্রমণ থেকে। এবার তাঁর নিশানার তালিকায় যুক্ত হলেন বিদ্বজ্জনেরা।

বসিরহাটে অশান্তির প্রতিবাদে শনিবার শহরে মিছিল করে বিজেপি। মুরলীধর সেন লেনে দলের কার্যালয় থেকে মিছিল বেরোয়। শেষ হয় ধর্মতলায়। মিছিলের শেষে সভায় কুরুচিকর ভাষায় বিদ্বজ্জনদের আক্রমণ করেন দিলীপ।