কলকাতা: দিলীপ ঘোষের শারিরীক অবস্থা আপাতত স্থিতিশীল। জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। আরোগ্য কামনা করে সোমবার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিলীপ ঘোষকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে ফের সৌজন্যের নজির।
সরস্বতী পুজোর সকালে আচমকা অসুস্থ পড়েন দিলীপ ঘোষ। পায়ের সমস্যার জন্য বিজেপি রাজ্য সভাপতিকে খড়গপুর থেকে কলকাতায় আনা হয়। ভর্তি রয়েছেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, শিড়দাঁড়ায় সমস্যা রয়েছে। পায়ের পেশি পর্যন্ত চেপে দিয়েছে। অস্ত্রোপচার দরকার।
বিজেপি সূত্রে খবর, এখনই অস্ত্রোপচার হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বাইরে অস্ত্রোপচার করার কথা ভাবা হচ্ছে। দিলীপ ঘোষকে দেখতে গিয়ে এদিন প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে কাটান পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিব বেরিয়ে বলেন, থাকতে হবে অনেকদিন। স্টেবল আছেন। চাইছি, উনি সুস্থ হয়ে উঠুন।
এদিন দলের রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে যান লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন রাজ্য নেতা-নেত্রী।