স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগ, শিয়ালদা মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল, মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2016 06:54 PM (IST)
কলকাতা: দিনভর তীব্র গরমের পর স্বস্তি দিয়ে রাতে নামল বৃষ্টি। ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। স্বস্তির সঙ্গে জুড়ে রইল অস্বস্তিও। শিয়ালদা মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দুর্ভোগে যাত্রীরা। মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহত ২। তীব্র গরমের পর অবশেষে নামল মুষলধারা। শুক্রবার রাতে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। ঝোড়ো হাওয়ায় উড়ে গেল উষ্ণতা। তীব্র তাপদাহ থেকে মুক্তি দিয়ে গেল বারিধারা। কিন্তু স্বস্তির সঙ্গে জুড়ে রইল অস্বস্তিও। বৃষ্টির জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয় শিয়ালদা মেন লাইনে। নদিয়ার মদনপুরে রেলের ওভারহেড তারে গাছ পড়ে যাওয়ার ফলেই শিয়ালদা মেন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে মানিকতলায় একটি পুরানো বাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। যার জেরে ভেঙে পড়ে বাড়ির একাংশ। তবে কেউ হতাহত হননি। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয় হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়াতে। বিরাটিতে বৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। ঘটনায় বেশ আহত হন কয়েকজন যাত্রী। মুর্শিদাবাদের সালারে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের।