কলকাতা: চিকিত্সক নিগ্রহের অভিযোগ ঘিরে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অচলাবস্থা অব্যাহত। গতকাল বিকেলের পর অবস্থান তুলে নিলেও এখনও কাজে যোগ দেননি জুনিয়ার ডাক্তাররা। অঘোষিত কর্মবিরতি এখনও চলছে।
হাসপাতালে নিরাপত্তা বাড়াতে ১০ জন অতিরিক্ত মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে। বহিরাগতরা যাতে না ঢুকতে পারে সে জন্য হাসপাতালের ৩ নম্বর গেট বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। তবে কর্তৃপক্ষের আশা, আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অন্যদিকে, গতকাল রামমোহন রায় ব্লকের ৩ তলার আগুন লাগার কারণে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও, রাতের দিকে ফের তাঁদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বলে খবর।
চিকিত্সক নিগ্রহ, ন্যাশনাল মেডিক্যালে অচলাবস্থা চলছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2018 08:16 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -