কলকাতা: সম্প্রতি হরিয়ানায় আইসিইউ-এর মধ্যে ঢুকে রোগিণীকে ধর্ষণের ঘটনায় গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। এবার কি সেই পথে হাঁটল কলকাতাও? পার্ক সার্কাসের এক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগিণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

২৬ মে চোখের সমস্যা নিয়ে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর ২৪-এর এক তরুণী। অভিযোগ, কর্তব্যরত নার্সকে বাইরে যেতে বলে পরীক্ষা করার নাম করে চিকিত্‍সক সইদ হায়দার ওয়ারসি পরপর দু’দিন তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন। তরুণী বিষয়টি এক মহিলা চিকিত্‍সককে জানালে তিনি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার গভীর রাতে ওই তরুণী ওয়ারসির বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্ত চিকিত্‍সককে গ্রেফতার করে পুলিশ। বারবার যোগাযোগ করা হলেও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।