বাড়ি থেকে উদ্ধার আরজিকর হাসপাতালের চিকিৎসকের পচাগলা দেহ, চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2016 03:34 PM (IST)
কলকাতা: দমদমের শেঠবাগানে বন্ধ বাড়ি থেকে উদ্ধার আর জি কর হাসপাতালের চিকিৎসকের পচাগলা দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। আর জি কর হাসপাতালের মেডিসিন বিভাগের ছ’নম্বর ইউনিটের বিভাগীয় প্রধান গৌতম পাল শেঠবাগানে এই বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকালে বাড়ির ভিতর থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, ঘরের মধ্যে মশারির ভিতর উপুড় হয়ে পড়ে রয়েছে চিকিৎসক গৌতম পালের দেহ। স্থানীয় সূত্রে খবর, ওই চিকিৎসক এলাকায় খুব বেশি মিশতেন না। বৃহস্পতিবারের পর থেকে তাঁকে কেউ দেখেওনি। পুলিশ সূত্রে দাবি, মূলত তিনটি সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত এগোচ্ছে। প্রথম, আত্মহত্যা। দ্বিতীয়, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, তৃতীয়, খুন। তদন্তকারীদের একটি অংশের মতে, দরজা ভিতর থেকে বন্ধ থাকায় খুনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা সম্ভব।